বাংলাদেশ ব্যাংক এক অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল রূপালী ব্যাংক লিমিটেড। ০২ জানুয়ারি ২০২৩ থেকে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে কাজ করবে।
বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ) প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০ বাংলাদেশ ডিএমডি সার্কুলার লেটার নং-০২ এর মাধ্যমে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর জন্য প্রকাশিত পত্রের মাধ্যমে প্রাইমারি ডিলার হিসেবে রূপালী ব্যাংক লিমিটেডকে নিয়োগ প্রদান প্রসঙ্গে এই তথ্যটি জানানো হয়।
প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ
রূপালী ব্যাংক লিমিটেড কে প্রাইমারি ডিলার নিয়োগ প্রদান সংক্রান্ত এই বিজ্ঞপ্তিতে বলা হয়-
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের ট্রেজারি বিল ও বন্ডের ইস্যু এবং ইস্যু পরবর্তী ক্রয়- বিক্রয়ের সেকেন্ডারি মার্কেট সক্রিয়করণের লক্ষ্যে ৩০/১২/২০২১ তারিখের ডিএমডি সার্কুলার লেটার নং-০৯ এর মাধ্যমে রূপালী ব্যাংক লিমিটেডকে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে এক বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছিল।
এক্ষণে, প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেটে বিগত এক বছরের কার্যক্রম বিবেচনাপূর্বক রূপালী ব্যাংক লিমিটেডকে প্রাইমারি ডিলার নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন প্রদান করা হলো।
নিচের ছবিতে প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল রূপালী ব্যাংক লিমিটেড এর বিজ্ঞপ্তিটি দেখুন
বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ) এর প্রকাশিত প্রাইমারি ডিলার রূপালী ব্যাংক লিমিটেডকে নিয়োগ প্রদান প্রসঙ্গে দেওয়া বিজ্ঞপ্তিটি এ নির্দেশনা ০২ জানুয়ারি, ২০২৩ হতে কার্যকর বলে গণ্য হবে বলে জানানো হয়েছে।
প্রিয় পাঠক, বাংলাদেশের সরকারি বেসরকারি সকল ব্যাংকের সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।
ব্যাংক সম্পর্কিত আপনার কোনো লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। দেশ ব্যাপি আপনার লেখা পৌছে যাবে হাজার হাজার পাঠকের কাছে।