এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ বিজ্ঞপ্তি প্রকাশ করলো শিক্ষাবোর্ড। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ফরম ফিলাপ এর সময়সূচী ও নিয়মাবলিসহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২০২২ সালের ১০ম শ্রেণির এসএসসি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা নির্ধারিত নিয়মে ২০২৩ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম ফিলাপ করতে হবে।
এসএসসি পরীক্ষা ২০২৩ ফরম ফিলাপ
ঢাকা শিক্ষাবোর্ড এর প্রকাশিত এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ শুরু হবে ১৮ ডিসেম্বর ২০২২ এবং শেষ হবে ০৪ জানুয়ারী ২০২৩;
পরীক্ষায় অংশগ্রহন করতে চায় এমন শিক্ষার্থীরা এসএসসি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষ্যে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণ করতে পারবে। এই জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে।
iBankBHub এর পাঠকদের জন্য ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ এর সময়সূচী, ফি ও প্রয়োজনীয় অন্যন্য তথ্য বিস্তারিত দেওয়া হল।
২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি
অনেকের প্রশ্ন থাকে যে কখন এসএসসি পরীক্ষা আরম্ভ হবে? এবং কত টাকা ফি লাগবে এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ করতে? এবং এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ কবে শুরু হবে এই বিষয়ে জানতে চান, তাদের জন্য এই আর্টিকেল।
এখানে থাকবে কিভাবে এসএসসি ফরম ফিলাপ করতে হবে, কখন করতে হবে এবং ফরম ফিলাপ এর আবেদন জমা দেওয়া বিস্তারিত বিবরণ সেই সাথে এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ সবকিছু।
পড়ুন:
এসএসসি নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে বোর্ডের গুরুত্বপূর্ণ নির্দেশনা
২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি
তারিখ : ১১/১২/২০২২ খ্রি. এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ দ্বারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর আওতাধীন সকল বিদ্যালয় প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার Online এ ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেয়ার তারিখ, ফি এর হার ও নিয়মাবলি নিম্নে উল্লেখ করা হলো।
১। Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (probable list) প্রদর্শন:
এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ এর জন্য শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (dhakaeducationboard.gov.bd) এ ১৫/১২/২০২২ তারিখে দেওয়া হবে। উক্ত সম্ভাব্য তালিকা হতে ১৮/১২/২০২২ থেকে ০৪/০১/২০২৩ তারিখের মধ্যে Online এ নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে।
(ক) এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ সম্পন্ন করার জন্য প্রতিষ্ঠানসমূহ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS / eFF এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে।
(খ) উক্ত হার্ডকপি Probable list এ টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত probable list থেকে Select করতে হবে।
(গ) Temporary List Print করে ভালভাবে যাচাই/বাছাই করে প্রয়োজন হলে Select / Unselect করা যাবে।
(ঘ) এর পর Pay Slip Print করতে হবে। নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় (যে শাখায় সোনালী সেবা চালু আছে) Pay Slip এ উল্লিখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে। উল্লেখ্য Pay Slip Print করলে আর কোন অবস্থাতেই Select / Unselect করা যাবে না।
(ঙ) ফি এর টাকা ব্যাংকে জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final Candidate List Print Active হবে।
(চ) Final Candidate List Print করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন।
(ছ) প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে ফরম পূরণের কাজ একইভাবে এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ সম্পন্ন করতে পারবে।
(জ) বিলম্ব ফি সহ ০৭/০১/২০২৩ হতে ০৯/০১/২০২৩ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ (eFF) করা যাবে।
২। পরীক্ষার্থীর স্বাক্ষর সংবলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে ১ (এক) কপি সংরক্ষণ করতে হবে।
৩। ফি জমার সর্বশেষ তারিখ: বিলম্ব ফি ছাড়া ৫ জানুয়ারী ২০২৩ এবং বিলম্ব ফিসহ ১০ জানুয়ারী ২০২৩ পর্যন্ত ক্রমিক নং কাজের বিবরণ;
এসএসসি পরীক্ষা ২০২৩ ফরম ফিলাপ এর সময়সূচী
ক্রমিক নং | কাজের বিবরণ (এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩) | সময়-সূচী |
০১ | রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়/বিষয়সমূহে এক থেকে চার বিষয়ে ২০২২ সালের অকৃতকার্য পরীক্ষার্থীগণের ২০২৩ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বরাবরে সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ: | ১৫/১২/২০২২ |
০২ | নির্বাচনি (টেস্ট) পরীক্ষা গ্রহণসহ ফল প্রকাশের শেষ তারিখ: | ৩০/১১/২০২২ |
০৩ | অনলাইনে ফরমপূরণ বিলম্ব ফি ছাড়া: | ১৮/১২/২০২২ হতে ০৪/০১/২০২৩ |
০৪ | বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ: | ০৫/০১/২০২৩ |
০৫ | বিলম্ব ফি সহ অনলাইনে ফরমপূরণ: | ০৭/০১/২০২৩ থেকে ০৯/০১/২০২৩ |
০৬ | পরীক্ষার্থী প্রতি ১০০.০০ (একশত) টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: | ১০/০১/২০২৩ |
এসএসসি পরীক্ষা ২০২৩ ফরম ফিলাপ যাবতীয় ফি
প্রায়সই দেখা যায় দেশের বিভিন্ন অষ্ণলে কিছু প্রতিষ্ঠান বোর্ডের নির্ধারিত ফি এর বাহিরে অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের নিকট থেকে আদায় করে। তাই আপনাদের জন্য এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ অনুযায়ী সালের এস.এস.সি পরীক্ষার বোর্ড নির্ধারিত ফি উল্লেখ করা হলো।
পরীক্ষার্থীদের ফরম পূরণের মোট ফি: নিচের ছকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ফি দেখুন
নিয়মিত শিক্ষার্থীদের এসএসসি ফরম পূরণ ফি
বিভাগ | বোর্ড ফি | কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) | মোট | বিলম্ব ফরম ফিলাপ ফি |
---|---|---|---|---|
বিজ্ঞান | ১৬২৫ | ৫১৫ | ২১৪০ | ১০০ |
ব্যবসায় শিক্ষা | ১৫৩৫ | ৪৮৫ | ২০২০ | ১০০ |
মানবিক | ১৫৩৫ | ৪৮৫ | ২০২০ | ১০০ |
উপরোক্ত ফি এর বাহিরে এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ কোনো অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। কোনো প্রতিষ্ঠানের নামে এমন অভিযোগ থাকলে সরাসরি শিক্ষাবোর্ডকে অবহিত করলে তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া আছে।
ইংরেজি মাধ্যমে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ পদ্ধতি
বাংলা/ ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নিম্নের ছক অনুযায়ী এক কপি তালিকা উপ পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) এর নিকট হাতে হাতে ২০/১২/২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
অন্যথায় তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সন পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। এতে শিক্ষার্থীদের কোন অসুবিধা হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন। এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ বিজ্ঞপ্তিতে নমুনা ছকটি দেওয়া আছে।
- আরও পড়ুনঃ ওয়াকফ: প্রয়োজন নতুন আন্দোলন
নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ফরম ফিলাপ এর বিস্তারিত ফি এর পরিমাণ
এস এস সি পরীক্ষার কেন্দ্র ফিসহ অন্যন্য ফি জমা দেওয়ার নিয়ম
১. এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ কেন্দ্র ফি (কেন্দ্রে জমা দিতে হবে): শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফরম পূরণ এর সাথে শিক্ষার্থীদের থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্র গ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট কেন্দ্রে জমা দিবেন।
২. ০১ (এক) থেকে ০৪ (চার) বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীসহ সকল প্রকার পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা নেই পরীক্ষার্থী প্রতি ৪০০.০০ (চারশত) টাকা।
৩. এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ প্রক্রিয়ায় ১ (এক) থেকে ০৪ (চার) বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীসহ সকল প্রকার পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা আছে পরীক্ষার্থী প্রতি ৪৫০.০০ (চার শত পঞ্চাশ) টাকা।
৪. এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি (অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষকদের জন্য) পত্র প্রতি ১০/- (দশ) টাকা। ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও আনুষঙ্গিক কর্মসম্পাদনের পর পরই কেন্দ্রসচিব ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি বাবদ আদায়কৃত অর্থ হতে অভ্যন্তরীণ পরীক্ষককে উত্তরপত্র প্রতি ০৫/- (পাঁচ) টাকা এবং বহি:পরীক্ষককে উত্তরপত্র প্রতি ০৫/- (পাঁচ) টাকা হারে সম্মানী/ পারিশ্রামিক পরিশোধ করবেন।
উল্লেখ্য, এসএসসি পরীক্ষা ফরম ফিলাপ ২০২৩ বিষয়ে বোর্ড টিএ/ডিএ বা উত্তরপত্র মূল্যায়ন বাবদ কোন প্রকার সম্মানী প্রদান করবে না। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব প্রতিষ্ঠানে অনুষ্টিত হবে, এ ক্ষেত্রে ব্যবহারিক ফি ২৫ টাকা হবে, যার বিভাজন কেন্দ্র ০৭/- (সাত) টাকা ও প্রতিষ্ঠান ১৮ টাকা হবে।
নিয়মিত পরীক্ষার্থী:
২০২১-২০২২ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।
অনিয়মিত পরীক্ষার্থী:
ক) ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ সনের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২১ এবং ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে কোন অবস্থাতেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।
খ) ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ৪র্থ বিষয় বাদে ০১ (এক) থেকে ০৪ (চার) বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিঃ এর মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে অংশগ্রহণ করতে পারবে। তারা ইচ্ছা করলে সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
গ) ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ৪র্থ বিষয় বাদে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা ২০২২ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে পুনরায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে,
রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকলে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৩ সালের পরীক্ষায় পূর্বের অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে অথবা সকল বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা ৪র্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।
ঘ) রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষায় অংশগ্রহণ:
২০১৮-২০১৯ সালের রেজি:ধারী শিক্ষার্থীগণ যাদের রেজিস্ট্রেশন এর মেয়াদ শেষ অথচ চতুর্থ বিষয় বাদে এখনো এক বিষয়ে অকৃতকার্য আছে সে সকল শিক্ষার্থী বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশন এর মেয়াদ কেবলমাত্র এক বছরের জন্য নবায়ন করে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অকৃতকার্য বিষয়ে অংশ গ্রহণ করতে পারবে।
উপরের খ থেকে ঘ এ উল্লিখিত পরীক্ষার্থীদের পূর্বে উত্তীর্ণ বিষয়/বিষয়সমূহের প্রাপ্ত জিপি সংরক্ষিত থাকবে। ২০২৩ সালের পরীক্ষায় তাদের অংশ গ্রহণকৃত বিষয়/বিষয়সমূহের জিপি/পূর্বে উত্তীর্ণ বিষয়/বিষয়সমূহের সংরক্ষিত জিপিএর সাথে যোগ করে তাদের জিপিএ নির্ণয় করা হবে।
ঙ) রেজিস্ট্রেশন নবায়নের প্রক্রিয়া:
ঘ এ উল্লিখিত রেজিস্ট্রেশন এর মেয়াদ উত্তীর্ণ পরীক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণের পূর্বে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে মূল রেজিস্ট্রেশন কার্ড বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দিয়ে নবায়নকৃত রেজি: কার্ড সংগ্রহ করতে হবে।
জিপিএ উন্নয়ন বা এস এস সি ইমপ্রুভ পরীক্ষা দেওয়ার পদ্ধতি
কেবল ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ৫.০০ এর কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকলে ২০২৩ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে এবং তাদেরকে সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২০২৩ সালের পরীক্ষায় প্রাপ্ত ফলাফলে জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে। অন্যথায় পূর্বের জিপিএ বহাল থাকবে। জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীকে পূর্বের পরীক্ষার প্রবেশপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত ফটোকপি প্রিন্ট কপির সাথে জমা দিতে হবে।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের এসএসসি ফরম পূরণ এর নিয়ম
বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশন এর মেয়াদ থাকলে তারা ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে সকল বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়ের সুবিধা
২০১৯-২০২০ ও ২০২০-২০২১ সালের রেজি. ধারী পরীক্ষার্থীরা ২০২১ ও ২০২২ সালের পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৩ সালে চতুর্থ বিষয়সহ সকল বিষয়ে পরীক্ষা দিতে পারবে।
২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ সালের রেজি. ধারী পরীক্ষার্থীরা যারা ২০২১ ও ২০২২ সালের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে অংশগ্রহণ করে ৪র্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং এক থেকে চার বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পূর্বের অকৃতকার্য বিষয়/বিষয়সমূহে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে ৪র্থ বিষয়ের সুবিধা পাবে।
পাঠ্যসূচি (২০২৩ এস এস সি পরীক্ষার সিলেবাস)
(ক) ২০২৩ সালের এসএসসি পরীক্ষার পুর্নবিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা (নিয়মিত ও অনিয়মিত) পরীক্ষায় অংশগ্রহণ করবে ।
(গ) সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
এস এস সি পরীক্ষা নির্বাচনি পরীক্ষা
জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ব্যতীত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। তবে যে সকল পরীক্ষার্থী ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য।
কোভিড-১৯ অতিমারীর কারণে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণিশিক্ষা কার্যক্রম নিদারুণভাবে ব্যাহত হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচনী পরীক্ষায় এক বা ততোধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় নির্বাচনী পরীক্ষার সুযোগ দেয়া যেতে পারে।
২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ডাউনলোড
নিচের ছবিতে আপনাদের জন্য এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফরম পূরণ এর বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। আপনি চাইলে এই পোস্ট এর শেষে থাকা ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন।