মাধ্যমিক শিক্ষকগণ বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন যেভাবে

iBankHub এর আজকের আয়োজনে আমরা জানবো মুক্তপাঠে মাধ্যমিক শিক্ষকগণ বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন যেভাবে তা নিয়ে। মাউশি ২২ ডিসেম্বর ২০২২ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ কর্মসূচির আওতায় বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শিক্ষকদের অনলাইনে বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে নির্দেশনা দেন।

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে বিষয় ভিত্তিক সরাসরি প্রশিক্ষণ শুরু হবে শিগ্রই। শিক্ষকগণ অনলাইনে এই বিষয় ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ না করলে সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না। তাই আমরা আপনাদের জন্য মুক্তপাঠে শিক্ষকদের জন্য তৈরিকৃত বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করার নিয়মসহ বিস্তারিত জানানোর চেষ্টা করছি।

মাধ্যমিক শিক্ষকগণ বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত মাউশি বিজ্ঞপ্তি

২২/১২/২০২২ খ্রি. তারিখ স্মারক নং- ৩৭.০২.০০০০.১১০.১৪.০০১.২২-০৬ এর আলোকে প্রকাশিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ কর্মসূচির আওতায় “বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ” কর্মসূচিতে অংশগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে মাউশি জানায়-

২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং প্রাথমিক বিদ্যালয় সমূহে (যেসকল প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে প্রণীত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক অনুযায়ী শিক্ষণ কার্যক্রম চালু হতে যাচ্ছে।

শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের ধারাবাহিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের অংশ হিসেবে শীঘ্রই বিষয় ভিত্তিক ফেস টু ফেস প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

উক্ত ফেস টু ফেস প্রশিক্ষণ শুরু হওয়ার পূর্বে নিম্নবর্ণিত তারিখ ও সময় সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং প্রাথমিক বিদ্যালয়সমূহের (যেসকল প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়) সকল শিক্ষককে অনলাইন মুক্তপাঠ ই-লার্নিং প্লাটফর্মে যুক্ত হয়ে “বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ” কোর্সটি সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হলো।

এই প্রশিক্ষণে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এই প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না।

বিষয় ভিত্তিক প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য নিচে বিষয়ের পাশে থাকা বাটনে ক্লিক করুন

বিষয়ের নামকোর্স শুরুর তারিখ ও সময়অংশগ্রহণ পদ্ধতি
বাংলা২৪/১২/২০২২, সকাল ০৯:০০কোর্স শুরু করুন
ইসলাম ধর্ম২৪/১২/২০২২, সকাল ০৯:০০কোর্স শুরু করুন
ইংরেজি২৪/১২/২০২২, সকাল ১০:০০কোর্স শুরু করুন
স্বাস্থ্য সুরক্ষা৪/১২/২০২২, সকাল ১০:০০কোর্স শুরু করুন
গণিত২৪/১২/২০২২, সকাল ১১:০০কোর্স শুরু করুন
শিল্প ও সংস্কৃতি২৪/১২/২০২২, সকাল ১১:০০কোর্স শুরু করুন
হিন্দু ধর্ম২৪/১২/২০২২, দুপুর ১২:০০কোর্স শুরু করুন
বৌদ্ধ ধর্ম২৪/১২/২০২২, দুপুর ১২:০০কোর্স শুরু করুন
খ্রিস্ট ধর্ম২৪/১২/২০২২, দুপুর ১২:০০কোর্স শুরু করুন
জীবন ও জীবিকা (১ম অংশ)২৪/১২/২০২২, বিকাল ০৩:০০কোর্স শুরু করুন
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (১ম অংশ)২৪/১২/২০২২, বিকাল ০৪:০০কোর্স শুরু করুন
বিজ্ঞান২৫/১২/২০২২, সকাল ০৯:০০কোর্স শুরু করুন
ডিজিটাল টেকনোলজি২৫/১২/২০২২, সকাল ০৯:০০কোর্স শুরু করুন
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (২য় অংশ)২৫/১২/২০২২, সকাল ১০:০০কোর্স শুরু করুন
জীবন ও জীবিকা (২য় অংশ)২৫/১২/২০২২, সকাল ১১:০০কোর্স শুরু করুন

মাধ্যমিক শিক্ষকগণ বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ রুটিন

নিচের ছকে মুক্তপাঠ প্লাটফর্মে মাধ্যমিক শিক্ষকগণ বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণের রুটিন বা সময়সূচী দেওয়া হল। এই নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট বিষয়ের প্রশিক্ষণ শেষ করতে হবে।

প্রশিক্ষণের তারিখসময়প্রশিক্ষণের বিষয়অংশগ্রহণের পদ্ধতি
২৪/১২/২০২২সকাল ০৯:০০বাংলাকোর্স শুরু করুন
সকাল ০৯:০০ইসলাম ধর্মকোর্স শুরু করুন
সকাল ১০:০০ইংরেজিকোর্স শুরু করুন
সকাল ১০:০০স্বাস্থ্য সুরক্ষাকোর্স শুরু করুন
সকাল ১১:০০গণিতকোর্স শুরু করুন
সকাল ১১:০০শিল্প ও সংস্কৃতিকোর্স শুরু করুন
দুপুর ১২:০০হিন্দু ধর্মকোর্স শুরু করুন
দুপুর ১২:০০বৌদ্ধ ধর্মকোর্স শুরু করুন
দুপুর ১২:০০খ্রিস্ট ধর্মকোর্স শুরু করুন
বিকাল ০৩:০০জীবন ও জীবিকা (১ম অংশ)কোর্স শুরু করুন
বিকাল ০৪:০০ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (১ম অংশ)কোর্স শুরু করুন
২৫/১২/২০২২সকাল ০৯:০০বিজ্ঞানকোর্স শুরু করুন
সকাল ০৯:০০ডিজিটাল টেকনোলজিকোর্স শুরু করুন
সকাল ১০:০০ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (২য় অংশ)কোর্স শুরু করুন
সকাল ১১:০০জীবন ও জীবিকা (২য় অংশ)কোর্স শুরু করুন

নিচের ছবিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ কর্মসূচির আওতায় “বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ” কর্মসূচিতে অংশগ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন

বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ, মাধ্যমিক শিক্ষকগণ বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন যেভাবে
বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন যেভাবে

মুক্তপাঠে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিষয় ভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য আপনি নিন্মোক্ত ধাপগুলো অনুসরণ করুন-

১. প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজার থেকে মুক্তপাঠের অফিসিয়াল ওয়েবসাইট https://muktopaath.gov.bd এই ঠিকানায় প্রবেশ করুন।

২. আপনার ইতপূর্বে রেজিষ্টারকৃত ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড ব্যবহার করে লগনইন করুন।

৩. ক্যাটাগরী অপশন থেকে শিক্ষা সিলেক্ট করুন। অথবা আপনি সরাসরি dshe.muktopaath.gov.bd এই ঠিকানায় প্রবেশ করে কোর্স পেতে পারেন।

৪. আপনার সামনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর বিষয় ভিত্তিক কোর্সগুলো চালু হবে।

৫. আপনার বিষয়ের কোর্সটি সিলেক্ট করে কোর্স শুরু করুন।

এই বিষয়ে আপনাদের অন্য কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে মুক্তপাঠের হেল্প লাইন বা আপনার এলাকার আইসিটি অ্যাম্বাসেডর এর সাথে যোগাযোগ করুন।

প্রিয় পাঠক, মাধ্যমিক শিক্ষকগণ বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন যেভাবে আর্টিকেলটি মাধ্যমিক স্তরের শিক্ষকদের অনলাইন কোর্স থেকে সংগৃহিত। এটি শুধুমাত্র আপনাদের এই কোর্সটি সহজে বোঝার জন্য প্রকাশ করা হয়েছে। এই আর্টিকেল সম্পর্কে আপনার কোনো আপত্তি বা অভিযোগ থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ এর মাধ্যমে আপনার সমস্যাটি জানাতে পারেন।

4 thoughts on “মাধ্যমিক শিক্ষকগণ বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.