ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ৯টি অ্যাপস Brac Bank Internet Banking 9 Secure Apps

প্রযুক্তি সর্বাধুনিক সকল সুবিধা নিয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতে রীতিমত রাজত্ব করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। আজ আপনাদের জন্য ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ৯টি অ্যাপস Brac Bank Internet Banking Apps নিয়ে জানানোর চেষ্টা করবো। এই অ্যাপস্গুলো ব্রাক ব্যাংক এর গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছে।

২০০১ সাল থেকে বিভিন্ন সময়ে যুগ উপযোগী বা সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ব্রাক ব্যাংক গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। গ্রাহকের হিসাবের নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

সময়োপযোগী বিভিন্ন ব্যাংকিং সার্ভিস চালুর মাধ্যমে গ্রাহককে সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে তারা নিয়মিত তাদের সিস্টেম আপডেট করে চলেছে এ কারণে তারা অন্যান্য ব্যাংক থেকে সবসময় কিছুটা এগিয়ে থাকে।

ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং

বর্তমান সময়ের প্রযুক্তিগত অভূতপূর্ব উন্নয়নের কারণে মানুষের হাতে হাতেই পৌঁছে গেছে ব্যাংকিং সেবা সিস্টেম। সবার সাথে তাল মিলাতে এবং গ্রাহকদের সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদান করতে ব্রাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সেবায় অনেক পরিবর্তন নিয়ে এসেছেন। 

ব্রাক ব্যাংক তাদের গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সকল সার্ভিসের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন প্রস্তুত করেছে যাতে দ্রুত এবং সহজতর সেবা প্রদান করা যায়।

Brac Bank Internet Banking Apps

ব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং সিস্টেমের অংশ হিসেবে তারা এই পর্যন্ত নয়টি মোবাইল ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা যাচ্ছে। এই অ্যাপ গুলো যেমন নিরাপদ তেমনি সহজ ও দ্রুত। 

ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ৯টি অ্যাপস Brac Bank Internet Banking Apps
সৌজন্যে: ব্র্যাক ব্যাংক ওয়েবসাইট

আমরা আজকে ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্রাক ব্যাংক আস্থা, ব্রাক ব্যাংক লিমিটেড সুবিধা, বিবিএল আলো, ব্রাক ব্যাংক এইচআর অ্যাপ, বিবিএল এমসিপিভি, ব্রাক এসএমই ড্যাশবোর্ড, সুবিধা পার্টনার, বিবিএল অবিচল, ব্র্যাক ব্যাংক সফটওয়ার টোকেন এই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে জানানোর চেষ্টা করব। 

BRAC Bank Astha – ব্র্যাক ব্যাংক আস্থা

সকল গ্রাহকদের ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদানের জন্য ব্র্যাক ব্যাংক তৈরি করেছে BRAC Bank Astha – ব্রাক ব্যাংক (Brack Bank) আস্থা নামক একটি অ্যাপ যা এন্ড্রয়েড এবং আই ও এস অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। 

বাংলাদেশী গ্রাহকগণ ইন্টারনেট ছাড়াই ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এপ্লিকেশনটি তাদের মোবাইলে ব্যবহার করতে পারেন এবং লেনদেন সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালনা করতে পারেন। 

BRAC Bank Astha - ব্র্যাক ব্যাংক আস্থা
ছবি: BRAC Bank Astha – ব্র্যাক ব্যাংক আস্থা ওয়েবপেইজ

২০২১ সালের জানুয়ারি মাসে রিলিজ করা এই অ্যাপ্লিকেশনটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে এক লক্ষ এর বেশি বার ডাউনলোড করা হয়েছে। বর্তমানে ব্র্যাক ব্যাংক আস্থা এর ভার্সন ১.২.০ চলমান রয়েছে যা ব্যবহার করতে অ্যান্ড্রয়েড ৫.১ অপারেটিং সিস্টেম থাকা লাগবে। 

ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন ব্রাক ব্যাংক (Brack Bank) আস্থা অ্যাপ এর মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই তাদের হাতে থাকা মুঠোফোন দিয়েই সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটি শতভাগ নিরাপদ এবং সহজ যা গুগল প্লে স্টোরে গিয়ে ব্র্যাক ব্যাংক অধ্যায় লিখে সার্চ করলেই পাওয়া যাবে। 

BRAC Bank Astha এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার

লেনদেন,  ডিপোজিট,  ব্যালেন্স চেক সহ হিসাব সংক্রান্ত সকল কার্যক্রম করা যাবে ব্রাক ব্যাংক (Brack Bank) অস্থায়ী এপ্লিকেশনের মাধ্যমে। তবে এর আরো কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিচার রয়েছে যা আমরা জানার চেষ্টা করছি-

হিসাব সংক্রান্ত তথ্য প্রাপ্তি;

ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে হিসাবধারীগণ তাদের একাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিত দেখতে পাবে। 

১. এখানে সকল প্রকার লেনদেন, লোন, এবং বিভিন্ন সময় করা ডিপোজিট গুলোর তথ্য পাওয়া যাবে। 

২. একক অথবা যৌথ নামে পরিচালিত অ্যাকাউন্টের তথ্য;

৩. লেনদেনের বিবরণী;

৪. একাউন্টের লেনদেনের বিবরণী বা স্টেটমেন্ট ডাউনলোড;

ক্রেডিট কার্ডের তথ্য;

পৃথিবীর যেকোন প্রান্ত থেকে ব্রাক ব্যাংক (Brack Bank) আস্থা এপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকগণ তাদের ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য দেখতে পাবেন যার মধ্যে অন্যতম-

১. ক্রেডিট কার্ডের লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য;

২. ক্রেডিট কার্ডের লিমিট এবং আউটস্ট্যান্ডিং ভিউ;

৩. রিওয়ার্ড পয়েন্ট ক্যালকুলেট করার সুবিধা;

৪. মাল্টিপল কার্ডের তথ্য দেখার সুবিধা;

৫. লেনদেনের ইতিহাস দেখা;

ফান্ড ট্রান্সফার এবং বিল পেমেন্ট সুবিধা

ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়েব এপ্লিকেশন ব্যবহার করে গ্রাহক মুহূর্তের মধ্যে দেশের যেকোনো ব্যাংকে বি এফ টি এন অথবা এমপিএসবি পদ্ধতি ব্যবহার করে টাকা প্রেরণ করতে পারবে। 

সেই সাথে ব্র্যাক ব্যাংকের যে কোন একাউন্টে যেকোনো সময় অর্থ লেনদেন করতে পারবে। ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং থেকে গ্রাহকরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট, ওকে ওয়ালেট, আইপে এবং নগদ) একাউন্টে অর্থ ট্রান্সফার করতে পারবে। 

সকল প্রকার ক্রেডিট কার্ড বিল সহ যেকোনো ইউটিলিটি বিল যেমন-  ইন্টারনেট বিল,  মোবাইল বিল,  মোবাইল টপ,  টিউশন ফি পেমেন্ট,  ইন্সুরেন্স প্রিমিয়াম পরিশোধ করার সুবিধা রয়েছে। 

ব্র্যাক ব্যাংকের হিসাব খোলার সুবিধা

BRAC Bank Astha অ্যাপের মাধ্যমে বাংলাদেশি যেকোনো নাগরিক জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে ব্র্যাক ব্যাংকে একটি নতুন হিসাব খুলতে পারবেন। 

গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করার পর লগইন করার পূর্বেই চাইলে নতুন ইউজার রেজিস্ট্রেশন করা যাবে,  ইউজার আইডি অথবা পাসওয়ার্ড রিকভার করা যাবে,  ব্র্যাক ব্যাংকের সকল এটিএম এবং শাখার তালিকা দেখা যাবে;

ব্রাক ব্যাংক (Brack Bank) ইন্টারনেট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে গ্রাহকরা খুব সহজেই চাইলে ব্রাক ব্যাংক (Brack Bank)ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে লাইভ চ্যাট অথবা মোবাইল ফোনে কলের মাধ্যমে। 

BRAC Bank Astha – ব্রাক ব্যাংক (Brack Bank) আস্থা ব্যবহার করতে যা যা লাগবে

এই অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার ব্র্যাক ব্যাংকে একটি সচল সঞ্চয়ী অথবা চলতি হিসাব চালু থাকতে হবে সেই সাথে ব্র্যাক ব্যাংক থেকে প্রদত্ত একটিভ ডেবিট কার্ড অথবা একটি সচল ক্রেডিট কার্ড থাকতে হবে। 

Google android অথবা অ্যাপেলের আই ও এস অপারেটিং সিস্টেম সম্বলিত স্মার্টফোন প্রয়োজন হবে যাতে ওয়াইফাই অথবা মোবাইল ইন্টারনেট সচল থাকবে।

ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ব্যবহার করার জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপলের অ্যাপ স্টরে গিয়ে BRAC Bank Astha লিখে সার্চ করুন এবং ইনস্টল করে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে অ্যাকাউন্ট চালু করে নিন।

BRAC Bank Shubidha ব্র্যাক ব্যাংক সুবিধা

ব্রাক ব্যাংক তাদের গ্রাহকদের মধ্যে খুচরা ঋণ স্বয়ংক্রিয় ডিজিটাল পদ্ধতিতে বিতরণের জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে যার নাম BRAC Bank Shubidha ব্র্যাক ব্যাংক সুবিধা। 

অসাধারণ এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা মোবাইলেই ব্রাক ব্যাংকের ঋণ প্রাপ্তির আবেদন করতে পারে। তাদের প্রতিনিধিগণ আবেদন মূল্যায়ন এবং ঋণ বিতরণ প্রক্রিয়া পরিচালনা করতে পারে। 

BRAC Bank Shubidha ব্র্যাক ব্যাংক সুবিধা অ্যাপ ব্যবহার করে দ্রুত,  নিরাপদ ও সুবিধাজনকভাবে ডিজিটাল লোন গ্রহণ করতে পারে। 

ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ঋণ গ্রহণ এপ্লিকেশনের মাধ্যমে আবেদনকারীরা নয় পার্সেন্ট বাৎসরিক সুদে তিন থেকে ১৮ মাসের সহজ কিস্তিতে লোন গ্রহণ করতে পারে।

ডিজিটাল লোন নেয়ার অভিজ্ঞতা নিতে এবং সহজে ব্র্যাক ব্যাংক থেকে লোন নিতে এখনই গুগল প্লে স্টোর বা অ্যাপলের আইওএস থেকে BRAC Bank Shubidha ব্র্যাক ব্যাংক সুবিধা লিখে সার্চ করুন এবং ইন্সটল করে নিন।

BBL ALO ব্র্যাক ব্যাংক আলো

ব্র্যাক ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের ব্যাংকিং বিভিন্ন কার্যক্রম ডিজিটাল পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে শেখানোর জন্য তারা চালু করেছে BBL ALO ব্র্যাক ব্যাংক আলো নামক alternative learning platform;

এই অ্যাপের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা এবং তাদের সেল স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স এবং সেলফ ডেভেলপমেন্ট কোর্স করে পেশাগত জীবনে আরো বেশি সমৃদ্ধি অর্জন করতে পারে। 

এখানে রয়েছে ব্যাংকিং রিলেটেড বিভিন্ন ই-বুক সমৃদ্ধ ডিজিটাল ই লাইব্রেরী যা কর্মকর্তারা বিনামূল্যে পড়তে পারবে এবং দক্ষতা উন্নয়ন করতে পারবে। ব্র্যাক ব্যাংকের আলো অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে BBL ALO লিখে সার্চ করুন। 

BRAC BANK HR APP ব্র্যাক ব্যাংক এইচআর অ্যাপ

এই ব্যাংকে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের সকল কার্যক্রম পরিচালনা করার জন্য হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য এই কোম্পানির রয়েছে BRAC BANK HR APP ব্র্যাক ব্যাংক এইচআর অ্যাপ;

এই অ্যাপটি সবার জন্য উন্মুক্ত নয় শুধুমাত্র ব্র্যাক ব্যাংকের এইচআর ডিভিশনে কর্মরত কর্মকর্তারাই এটি ব্যবহার করার অনুমতি পাবেন। 

BBL MCPV

ব্র্যাক ব্যাংকের পেপার লেন্স ভেরিফিকেশন প্রসেস পরিচালনা করার জন্য তারা প্রস্তুত করেছে BBL MCPV মোবাইল অ্যাপ্লিকেশন। এই অ্যাপ ব্যবহার করার মাধ্যমে ব্রাক ব্যাংক ভেরিফিকেশনের সময় ডকুমেন্ট সংক্রান্ত ঝুঁকি এড়াতে পারে এবং দ্রুত ভেরিফিকেশন প্রসেস টি সম্পন্ন করার সুযোগ থাকে। 

BBL MCPV সিস্টেমের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পাঁচ বছরের ভেরিফিকেশন সংক্রান্ত তথ্যাদি সংরক্ষিত রেখেছে। এই পদ্ধতিতে কম খরচে ব্যাংক সকল প্রকার ভেরিফিকেশন বা যাচাই কার্যক্রম পরিচালনা করতে পারে। 

এই অ্যাপটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয় শুধুমাত্র ব্যাংকে যে সকল কর্মকর্তা ভেরিফিকেশন কার্যক্রম এর সাথে জড়িত থাকে তারাই ব্যবহার করতে পারে। 

BBL SME Dashboard ব্র্যাক ব্যাংক এসএমই ড্যাশবোর্ড

এই মোবাইল এপ্লিকেশনটি ব্রাক ব্যাংকের এস এম ই টিমের ব্যবহার করার জন্য প্রস্তুত করা হয়েছে যার মাধ্যমে এসএমই ঋণ গ্রহীতাদের সার্বক্ষণিক মনিটরিং করা যায়।

এর মাধ্যমে ঋণ গ্রহিতাদের সকল তথ্য সহজে পাওয়া যায় বলে পরবর্তীতে ঋণ প্রদান ও গ্রহণকার্যক্রম সহজ হয়ে ওঠে এবং ঋণ গ্রহীতার একটিভিটির উপর ডিপেন্ড করে যে কোন সিদ্ধান্ত নেয়া যায়। 

ম্যানুয়ালি এই কাজ করতে গেলে ব্যাংক কর্মকর্তাদের অনেক সময় প্রয়োজন হয় তাই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসএমএস কিস্তি কালেকশন এবং এসএমই লোন বিতরণ কার্যক্রম আরো সহজতর হয়ে ওঠে।

ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম কে আরো বেশি দ্রুত এবং কার্যকরী করে তুলতে ব্র্যাক ব্যাংকের আরো রয়েছে ব্র্যাক ব্যাংক সুবিধা পার্টনার,  ব্রাক ব্যাংক অবিচল, ব্র্যাক ব্যাংক সফটওয়ার টোকেন;

উপরোক্ত তালিকা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ব্র্যাক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর যে কোন একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দ্রুত এবং সহজ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.