বাংলাদেশ ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (বিবিএডিসিএফ)’ গঠন

সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ ১৯ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (বিবিএডিসিএফ)’ গঠন প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যাতে বাংলাদেশ ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে এসেছে।

০৪ পৌষ ১৪২৯, ১৯ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ) এর কৃষি ঋণ বিভাগ পরিচালক (এসিডি) মোঃ আবুল কালাম আজাদ কর্তৃক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকগুলোকে এই বিষয়ে জানানো হয়-

বাংলাদেশ ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড

২৮ জুলাই ২০২২ তারিখের এসিডি সার্কুলার নং-০৪ এর মাধ্যমে জারিকৃত চলতি ২০২২-২৩ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার ‘কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বাস্তবায়ন’ শীর্ষক অনুচ্ছেদ ৬.০৩ এবং

এ বিভাগ কর্তৃক ২২ অক্টোবর ২০১৭ তারিখে জারিকৃত এসিডি সার্কুলার নং-০৩ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ব্যাংকসমূহের বার্ষিক কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার অনর্জিত অংশ কৃষি উৎপাদন বৃদ্ধিকল্পে বিনিয়োগের লক্ষ্যে ‘বাংলাদেশ ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (বিবিএডিসিএফ)’ নামে একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ফান্ড পরিচালনার ক্ষেত্রে নিম্নরূপ নীতিমালা প্রযোজ্য হবে:

ক) কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ব্যাংকসমূহের লক্ষ্যমাত্রার অনর্জিত অংশের সমপরিমাণ অর্থ ‘বিবিএডিসিএফ’ এ জমা রাখতে হবে। অর্থ জমাদানকারী ব্যাংকসমূহকে বাংলাদেশ ব্যাংক উক্ত জমাকৃত অর্থের উপর ২% হারে সুদ প্রদান করবে;

খ) ‘বিবিএডিসিএফ’ এ জমাকৃত অর্থ ব্যাংকসমূহের অনুকূলে চাহিদা অনুযায়ী সক্ষমতার ভিত্তিতে বরাদ্দ করা হবে। বরাদ্দ প্রাপ্তির সর্বোচ্চ ১৮ মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংককে ২% হারে সুদসহ আসল পরিশোধ করতে হবে;

গ) ব্যাংকসমূহের অনুকূলে বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের ‘কৃষি ও পল্লী ঋণ নীতিমালা’ অনুযায়ী ৮% সুদ হারে কেবলমাত্র নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে (এমএফআই লিংকেজ ব্যতীত) কৃষি ও পল্লী ঋণ হিসেবে গ্রাহক পর্যায়ে বিতরণ করতে হবে;

ঘ) ঋণ প্রদানকারী ব্যাংকসমূহের ঋণ ঝুঁকি হ্রাসকল্পে ‘বিবিএডিসিএফ’ হতে গ্রাহক পর্যায়ে বিতরণকৃত ঋণের ১% সুদের সমপরিমাণ অর্থ জমা করে সংশ্লিষ্ট ব্যাংককে ‘Risk Mitigation Fund’ গঠন করতে হবে;

ঙ) ‘বিবিএডিসিএফ’ হতে গ্রাহক পর্যায়ে বিতরণকৃত ঋণের ১% সুদের সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের স্থিতিপত্রের Common Equity Tier-1 (CET-1) মূলধনের উপাদান ‘General Reserve’ হিসাবের একটি খাত হিসেবে প্রদর্শনপূর্বক যথাযথভাবে Disclosure প্রদান করতে হবে;

চ) ‘বিবিএডিসিএফ’ হতে বিতরণকৃত ঋণের বিপরীতে আদায়কৃত সুদের অবশিষ্ট ৪% সংশ্লিষ্ট ব্যাংক আয় খাতে স্থানান্তর করতে পারবে; ছ) উপরোক্ত নির্দেশনা চলতি ২০২২-২৩ অর্থবছর হতে কার্যকর হবে।

এতদ্‌প্রেক্ষিতে ২০২২-২৩ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার অনুচ্ছেদ ৬.০৩ এর (গ) ও (ঘ) এবং এ বিভাগ কর্তৃক ২২ অক্টোবর ২০১৭ তারিখে জারিকৃত এসিডি সার্কুলার নং-০৩ এর (খ) ও (গ) ক্রমিকের নির্দেশনা এ সার্কুলারের মাধ্যমে বাতিল বলে গণ্য হবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা প্রদান করা হলো।

বাংলাদেশ ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (বিবিএডিসিএফ)' গঠন
বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (বিবিএডিসিএফ)’ গঠন বিজ্ঞপ্তি ডাউনলোড

আপনি চাইলে বাংলাদেশ ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (বিবিএডিসিএফ)’ গঠন ডাউনলোড করে নিতে পারেন। এটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

2 thoughts on “বাংলাদেশ ব্যাংক এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কমন ফান্ড (বিবিএডিসিএফ)’ গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.