প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ রুটিন, সিলেবাস, প্রশ্ন, মানবন্টন ও এডমিট কার্ড

প্রিয় পাঠকগণ, আজকে আপনাদের জন্য আলোচনা করবো প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ সিলেবাস, প্রশ্ন, মানবন্টন ও এডমিট কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে। যেহেতু কোভিড-১৯ পরবর্তী সময়ে আর হচ্ছেনা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা তাই মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তির আওতায় আনতে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় নতুনভাবে ২০২২ সালের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য নিয়েই আজকের আয়োজন। আশা করছি এর মাধ্যমে আপনাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ সিলেবাস, প্রশ্ন, মানবন্টন ও এডমিট কার্ড বিস্তারিত ধারনা দেওয়া সম্ভব হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবেনা। শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। যেহেতু প্রাথমিক সমাপনী পরীক্ষা হবেনা সেহেতু মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির আওতায় আনতে নতুন এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।

পঞ্চম শ্রেণির বাংলা, গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের চারটি পাঠ্য বই থেকে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ রুটিন

৫ম শ্রেণি প্রাথমিক বৃত্তি পরীক্ষা কখন হবে এটি অনেকে জানতে চান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবার সকাল ১০ ঘটিকায় সংশ্লিষ্ট উপজেলা সদরে প্রাথমিক শিক্ষাবৃত্তি বা সমাপনী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫ম শ্রেণি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ সিলেবাস ও মানবন্টন

২০২২ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তির পরীক্ষায় যারা অংশগ্রহন করতে চায় বা যারা অংশগ্রহন করার যোগ্যতা অর্জন করবে তাদের জন্য বৃত্তি পরীক্ষা সিলেবাস ও মানবন্টন নিচে দেওয়া হল।

বিষয়প্রশ্নের ধরনপূর্ণ নম্বর
বাংলাক. বহুনির্বাচনী১৫x১=১৫
খ. রচনামূলক১০
গণিতক. বহুনির্বাচনী১৫x১=১৫
খ. ১ – সমস্যা সমাধান
খ. ২ – সমস্যা সমাধান
ইংরেজিA. MCQ১৫x১=১৫
B. Short Composition১০
বিজ্ঞানক. বহুনির্বাচনী১৫x১=১৫
খ. ১ – রচনামূলক
খ. ২ – রচনামূলক
প্রাথমিক বৃত্তি পরীক্ষার মানবন্টন ও সিলেবাস

প্রাথমিক বৃত্তি ২০২২ এর প্রশ্নের কাঠামো ও মান বন্টন সম্পর্কে সাধারণ নির্দেশনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এ ৪ টি বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় বিষয়ভিত্তিক প্রশ্নের মানবন্টন নির্ধারণ করা হয়েছে। প্রশ্নের মানবন্টন সংক্রান্ত সাধারণ নির্দেশনা নিম্নরূপ:

১. শিক্ষার্থীকে প্রশ্নপত্র সম্বলিত বুকলেট সরবরাহ করা হবে। বুকলেট এর নির্ধারিত জায়গায় টিক চিহ্ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। পৃথকভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না।

২. বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বর করে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. প্রতি বিষয়ে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। প্রতি প্রশ্নের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটিতে টিক (/) চিহ্ন দিতে হবে। সঠিক উত্তর নির্বাচনে একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া যাবেনা। একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া হলে ঐ প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর প্রদান করা হবে না।

৪. বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। দুইটি অনুচ্ছেদ থেকে ৪টি করে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং অপর ৭টি বহুনির্বাচনী প্রশ্ন সমগ্র পাঠ্যপুস্তক হতে থাকবে। একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০।

৫. গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে। প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর।

৬. ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে। যার মান ১০ নম্বর।

৭. প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি রচনামূলক প্রশ্ন থাকবে। প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর।

নিচের ছবিতে ‘প্রাথমিক বৃত্তি ২০২২’ এর প্রশ্নের কাঠামো ও মান বন্টন সম্পর্কে সাধারণ নির্দেশনাটি দেখুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ রুটিন, সিলেবাস, প্রশ্ন, মানবন্টন ও এডমিট কার্ড প্রাথমিক বৃত্তি পরীক্ষা Education
‘প্রাথমিক বৃত্তি ২০২২’ এর প্রশ্নের কাঠামো ও মান বন্টন সম্পর্কে সাধারণ নির্দেশনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর উত্তরপত্র নমুনা টপশীট

এবারের ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর উত্তরপত্রের নমুনা টপশীট ইতোমধ্যেই প্রকাশ করেছে কর্তৃপক্ষ। iBankHub এর পাঠকদের জন্য নমুনা টপশীট দেওয়া হল এবং এটি পূরণ করার পদ্ধতিতে দেখানো হলো-

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর উত্তরপত্র নমুনা টপশীট
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর উত্তরপত্র নমুনা টপশীট

পরীক্ষার দিন পরীক্ষার্থীদের একটি উত্তরপত্র দেওয়া হবে যার উপরে নমুনা টপশীট এর মত একটি টপশীট থাকবে যেখানে শিক্ষার্থীরা নামের তথ্য নিজ হাতে লিখবে।

এটি সাবধানতার সাথে পূরণ করতে হবে নাহলে ভুল তথ্যের কারনে পরীক্ষার্থী বৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে। তাই পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে আমাদের সাইট থেকে এটি ডাউনলোড করে আপনার সন্তান বা শিক্ষার্থীদের এটি চর্চা করাবেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর উত্তরপত্রের সাথে দেওয়া টপশীটের দুটো অংশ থাকবে প্রথম অংশে পরীক্ষার মানবন্টন এবং প্রাপ্ত নম্বর উল্লেখ থাকবে। এই তথ্যগুলো পরীক্ষক ও অফিস কর্তৃক পূরণ করা হবে। শিক্ষার্থীরা এখানে লেখার কোনো প্রয়োজন নেই।

দ্বিতীয় অংশে শিক্ষার্থীর নাম, রোল নম্বর, কেন্দ্রের নাম, পরীক্ষার্থীর স্বাক্ষর, ও পরীক্ষার তারিখ খুব সাবধানতার সাথে লিখবে। এই অংশে কাটা কাটি বা ভুল তথ্য দিলে বৃত্তি থেকে বাদ পড়ার সম্ভাবনা বেশি।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

2 thoughts on “প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ রুটিন, সিলেবাস, প্রশ্ন, মানবন্টন ও এডমিট কার্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.