ডিজিটাল প্রযুক্তি বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর ডিজিটাল প্রযুক্তি বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ শুরু হবে ২৫ ডিসেম্বর ২০২২ সকাল ০৯:০০ ঘটিকায়। এই আলোচনায় আপনাদের জানাবো কিভাবে মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল প্রযুক্তি বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এবং সফলভাবে শেষ করে সার্টিফিকেট ডাউনলোড করবেন।

যেসকল শিক্ষকগণ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর ডিজিটাল প্রযুক্তি বিষয় নির্বাচন করেছেন তাঁরা সরাসরি প্রশিক্ষণের অংশগ্রহণ করার জন্য মুক্তপাঠে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের অনলাইন কোর্স সম্পন্ন করতে হবে।

ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশিক্ষণ কার্যক্রমটি ২৫ ডিসেম্বর ২০২২ সকাল ৯ টায় শুরু হবে। আপনাদের জন্য এই কোর্স এর লিংক, কোর্স করার নিয়ম ও প্রয়োজনীয় বিভিন্ন তথ্যদি দেওয়া হল।

ডিজিটাল প্রযুক্তি বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ

২০২৩ সাল থেকে শুরু হচ্ছে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নতুনভাবে পাঠদান। শিক্ষকদের নতুন ধারার এই শিক্ষাক্রমের সাথে পরিচিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুব শিগ্রই শিক্ষকদের সরাসরি প্রশিক্ষণ আয়োজন করবেন।

মাধ্যমিক শিক্ষকদের সরাসরি কোর্সে নেওয়ার আগে ডিজিটাল প্রযুক্তি বিষয়ক ধারনা লাভ করার জন্য মুক্তপাঠে কোর্স উন্মুক্ত করেছেন। শিক্ষকগণ নির্ধারিত তারিখে এই কোর্স শেষ করে সনদ গ্রহন করতে হবে। অন্যথায়, সরাসরি কোর্সে অংশগ্রহন করতে দেওয়া হবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে।

ডিজিটাল প্রযুক্তি বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ অংশগ্রহণ করার জন্য সরাসরি https://muktopaath.gov.bd/course-details/990 এই লিংকে প্রবেশ করুন অথবা মুক্তপাঠে প্রবেশ করে শিক্ষা ক্যাটাগরি নির্বাচন করুন। আপনি চাইলে নিচের বাটনে ক্লিক করে সরাসরি কোর্সে অংশগ্রহণ করতে পারেন।

ডিজিটাল প্রযুক্তি বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১

ডিজিটাল প্রযুক্তি বিষয়ক ন্যাশনাল কারিকুলাম এর এই কোর্স টি সম্পন্ন করতে আপনার ৩০ মিনিট সময় প্রয়োজন হবে। ২০২৩ শিক্ষাবর্ষ সারা দেশের নতুন শিক্ষা গ্রহণের আলোকে পাঠদান কার্যক্রম শুরু হবে। এজন্য খুব শীঘ্রই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যে সকল শিক্ষক পাঠদান করবেন তাদের সরাসরি প্রশিক্ষণ আয়োজন করেছে।

সরাসরি প্রশিক্ষণ গ্রহণের আগেই আপনাদের জন্য মুক্তপাঠে মাধ্যমিকে উচ্চ শিক্ষা অধিদপ্তর ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক একটি অনলাইন কোর্স প্রদান করেছে যা নিজের ভিডিওতে দেয়া হল।

ক্রেডিট: মুক্তপাঠ ডিজিটাল প্রযুক্তি অনলাইন কোর্স

সুপ্রিয় শিক্ষক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন শিক্ষক নিয়ে প্রণীত ডিজিটাল প্রযুক্তির বিষয়ের আজকের অনলাইন প্রশিক্ষণ। খুব শীঘ্রই আপনাদের জন্য সরাসরি প্রশিক্ষণ আয়োজন করা হবে। 

এর প্রস্তুতি হিসেবে আজকের অনলাইন প্রশিক্ষণ টি আয়োজন করা হয়েছে। আজকের এই প্রশিক্ষণে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ে কি কি নতুন বিষয় যোগ হয়েছে এবং কি কি পরিবর্তন হয়েছে সেগুলো জানার চেষ্টা করব। 

জাতীয় শিক্ষাক্রম ২০২৩ এ নতুন যা কিছু

প্রথমেই আমরা জেনে নেই জাতীয় শিক্ষাক্রম ২০২৩ এ নতুন কি কি পরিবর্তনে এসেছে: জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে আপনারা এরই মধ্যেই এই বিষয়ে কিছুটা ধারণা অর্জন করেছেন।

এরপরও আমরা এ বিষয়ে আরেকটু বিস্তারিত ধারণা পাওয়ার জন্য আলোচনা করি। তাহলে চলুন সংক্ষেপে জেনে নেই নতুন কারিকুলামের ডিজিটাল প্রযুক্তি বিষয়ে কি কি পরিবর্তন ও সংযোজন হয়েছে। 

ডিজিটাল প্রযুক্তি বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 ডিজিটাল প্রযুক্তি Education
ডিজিটাল প্রযুক্তি

বাংলাদেশের নতুন শিক্ষাক্রম বা কারিকুলাম মূলত যোগ্যতা ভিত্তক। এখানে শিক্ষার্থী কোন একটি যোগ্যতা বিভিন্ন অভিজ্ঞতা এবং তার পূর্ব জ্ঞানের মাধ্যমে অর্জন করবে। সেই অভিজ্ঞতাগুলো অর্জন করার জন্য তাকে বিভিন্ন ধাপে কিছু কাজ করতে হবে। 

পূর্বের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী শুধুমাত্র জ্ঞান অর্জন করত কিন্তু বর্তমানে একজন শিক্ষার্থী জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা,  ও মূল্যবোধকে কাজে লাগিয়ে যোগ্যতা অর্জন করবে। 

এখন কোন শিক্ষার্থী আগের মত মুখস্ত নির্ভর হবে না সে অভিজ্ঞতা থেকেই বিভিন্ন তথ্য শিখবে এবং নতুন নতুন তথ্য উৎপাদন করবে। 

নতুন কারিকুলামে যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রমকে এমনভাবে সাজানো হয়েছে যেমন একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে যে যোগ্যতা অর্জন করবে সপ্তম শ্রেণীতে তার কিছুটা অগ্রসরযোগ্যতা দিয়ে সাজানো হয়েছে। 

ডিজিটাল প্রযুক্তি বিষয়ে যোগ্যতা ভিত্তিক শিক্ষার কোন ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে কি রকম হবে তার একটি নমুনা চিত্র নিচে দেখুন:

ডিজিটাল প্রযুক্তি বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 ডিজিটাল প্রযুক্তি Education
যোগ্যতা ভিত্তিক ডিজিটাল শিক্ষাক্রম এর নমুনা

উপরের ছবির ধারনা অনুযায়ী বর্তমান শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী ডিজিটাল প্রযুক্তি বইয়ে ডিজিটাল সিস্টেমের উপাদান সমূহ পর্যবেক্ষণ করে কিভাবে নেটওয়ার্ক করে ওঠে এবং তথ্য আদান প্রদান করা হয় তা অনুসন্ধান করতে পারবে। 

সপ্তম শ্রেণীতে গিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ( তার যুক্ত,  ওয়ারলেস ইত্যাদি)  নেটওয়ার্কের তথ্যের আদান-প্রদান ও সম্প্রচার কিভাবে হয় এবং তথ্যের সুরক্ষা কিভাবে বজায় রাখা হয় তা পর্যালোচনা করতে পারবে। 

চলুন এখন দেখে নেই ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের একটি অভিজ্ঞতা কিভাবে সম্পন্ন করতে হবে তা দেখে নিই। 

ডিজিটাল প্রযুক্তি অভিজ্ঞতা ভিত্তিক শিখন ধাপ

ডিজিটাল প্রযুক্তি বিষয়টিতে মোট দশটি মূল যোগ্যতা রয়েছে। এই মূল যোগ্যতাগুলো অর্জনের কৌশল বিভিন্ন অভিজ্ঞতার ভিত্তিতে সাজানো হয়েছে। মোট নয়টি অভিজ্ঞতার মধ্য দিয়ে সাজানো হয়েছে এই ডিজিটাল প্রযুক্তি বই। 

এবং এই অভিজ্ঞতাগুলো শ্রেণীকক্ষে একজন শিক্ষক কিভাবে পরিচালনা করবেন তার জন্য জাতীয় শিক্ষা গ্রহণ ইতোমধ্যে সকল বিষয়ের শিক্ষক সহায়িকা প্রকাশ করেছেন। চলুন এবার এই অভিজ্ঞতাগুলোর কয়েকটি আলোচনা করা যাক। 

সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি জয়

সমস্যা দেখে না পাই ভয়,  সবাই মিলে করি জয় যে যোগ্যতার মধ্য দিয়ে এটি অর্জিত হবে তাহলো- কোন ধরনের তথ্য কেন প্রয়োজন তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রযুক্তির সাহায্যের তথ্য সংগ্রহ ও ব্যবহার করা এর ব্যবহারে দায়িত্বশীল আচরণ করতে পারা। 

এই যোগ্যতা অর্জনের জন্য পাঠকে মোট আটটি সেশনে ভাগ করা হয়েছে। এখানে এক একটি সেশন মানে এক একটি ক্লাস। ক্লাস গুলো কিভাবে পরিচালনা করতে হবে তার ডিজিটাল প্রযুক্তি শিক্ষক সহায়িকা গাইডে বিস্তারিত উল্লেখ করা আছে। এরপরও আমরা এখানে আরেকটু আলোচনা করার চেষ্টা করব।

সমস্যার সমাধান করি সবাই মিলে

শ্রেণিভিত্তিক যোগ্যতা: কোন ধরনের তথ্য কেন প্রয়োজন তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ ও ব্যবহার করা ও তথ্যের ব্যবহারে দায়িত্বশীল আচরণ করতে পারা

এই অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে যোগ্যতা অর্জন করবে-

১। তথ্য অনুসন্ধানে যথাযথ উৎসের ব্যবহার, তথ্য অনুসন্ধানের প্রক্রিয়া সম্পর্কে দক্ষতা অর্জন করবে।

২। তথ্য ব্যবহার করার ক্ষেত্রে যথাযথ উৎস উল্লেখ, তথ্য যাচাই, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তথ্যের যথার্থতা নির্ণয় করতে পারবে।

৩। ভুল তথ্য আদান প্রদানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হবে এবং তথ্য ব্যবহারে দায়িত্বশীল আচরণ করতে পারবে।

এই যোগ্যতা অর্জনে অভিজ্ঞতার ধারণা

শিক্ষার্থী সমসাময়িক একটি সমস্যার সমাধান করতে পারবে এবং সে সমস্যাটি সমাধানে কৌশল নির্ধারণ করে সচেতনতা কার্যক্রম পরিচালনা করবে। সর্বমোট সেশন: ৮ টি (প্রতিটি ৫০ মিনিট);

অভিজ্ঞতা নির্ভর শিখনচক্রের সারসংক্ষেপ: এই শ্রেণিভিত্তিক যোগ্যতা অর্জনের জন্য আপনি শিক্ষার্থীদের একটি অভিজ্ঞতা চক্রের মধ্য দিয়ে নিয়ে যাবেন। চলুন অভিজ্ঞতা চক্রটি একনজরে দেখে নেওয়া যাক।

ডিজিটাল প্রযুক্তি বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 ডিজিটাল প্রযুক্তি Education
অভিজ্ঞতা নির্ভর শিখনচক্রের সারসংক্ষেপ

ধাপ-১: বাস্তব অভিজ্ঞতা: শিক্ষার্থী কোন একটি কাজ করে বাস্তব অভিজ্ঞতা পাবে।

ধাপ- ৪ : সক্রিয় পরীক্ষণ: শিক্ষার্থী যা ধারণা পেল এবার একটি কাজ করার মাধ্যমে পরীক্ষা/প্রয়োগ করবে।

ধাপ-২: প্রতিফলনমূলক পর্যবেক্ষণ: শিক্ষার্থী তার কাজ সম্পর্কে সংশ্লেষণ ও বিশ্লেষণমূলক চিন্তা করবে।

ধাপ-৩: বিমূর্ত ধারণায়ন: শিক্ষার্থী তার কাজ ও চিন্তা সাথে তথ্য সংযুক্ত করবে।

সম্মানিত শিক্ষক, এই যোগ্যতার আওতায় শিক্ষার্থী দৈনন্দিন জীবনের একটি সমস্যা চিহ্নিত করে সে সমস্যার সমাধান করবে এবং আশপাশের মানুষকে সে সমস্যাটি সম্পর্কে সচেতন করবে।

এই সচেতনতা কার্যক্রমটি সম্পন্ন করতে গিয়ে শিক্ষার্থী তথ্য কী এবং দৈনন্দিন জীবনে তথ্য কখন প্রয়োজন হয়ও তথ্য কীভাবে সংগ্ৰহ করতে হয় সেই অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে তথ্য ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করতে পারবে। মোট চারটি ধাপে শিক্ষার্থী এই অভিজ্ঞতা অর্জন করবে। চারটি ধাপ সম্পন্ন করতে মোট ৮টি শ্রেণি কার্যক্রম এর প্রয়োজন হবে।

ষষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যোগ্যতা

৬ষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত বিষয়ভিত্তিক যোগ্যতাটি হলো-

ক. সরল অ্যালগরিদমের ধারাবাহিক ধাপসমূহ নির্ধারণ করে প্রোগ্রাম ডিজাইন করতে পারা; ডিজিটাল নেটওয়ার্কে তথ্যের আদান-প্রদান পর্যবেক্ষণ করতে পারা;

খ. উপযুক্ত তথ্য প্রযুক্তি বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহ, ব্যবহার ও নির্দিষ্ট প্রেক্ষিতে কনটেন্ট তৈরিতে সৃজনশীলতার প্রয়োগ করতে পারা;

গ. প্রাইভেসি, মেধাসত্ব এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সৃষ্ট অন্যান্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া এবং বিশ্ব ও সাংস্কৃতিক বৈচিত্রের রূপ উপলব্ধি করে উপযুক্ত সামাজিক রীতিনীতি মেনে আচরণ করতে পারা।

যোগ্যতা অনুযায়ী অভিজ্ঞতার ভাগ

ষষ্ঠ শ্রেণির এই যোগ্যতাটিকে ভেঙ্গে ১০টি ছোট ছোট যোগ্যতা তৈরি করা হয়েছে, যা শিক্ষার্থীরা সারা বছর ধরে অর্জন করবে। মোট ৯ টি অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থী এই দশটি যোগ্যতা অর্জন করবে।

ক্লাস বা সেশন-১:

আমরা খুব শিগ্রই ডিজিটাল প্রযুক্তি বিষয় ভিত্তিক কোর্স এর আপডেট আপনার জন্য নিয়ে আসবো। দয়া করে ২৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত অপেক্ষা করুন। আর এই পোস্টটি বুকমার্ক করে রাখুন। ধন্যবাদ।

আপনার জন্য আরও কিছু তথ্য:

সকল বিষয়ের অনলাইন প্রশিক্ষণ দেখুন

বিষয়ের নামকোর্স শুরুর তারিখ ও সময়অংশগ্রহণ পদ্ধতি
বাংলা২৪/১২/২০২২, সকাল ০৯:০০কোর্স শুরু করুন
ইসলাম ধর্ম২৪/১২/২০২২, সকাল ০৯:০০কোর্স শুরু করুন
ইংরেজি২৪/১২/২০২২, সকাল ১০:০০কোর্স শুরু করুন
স্বাস্থ্য সুরক্ষা৪/১২/২০২২, সকাল ১০:০০কোর্স শুরু করুন
গণিত২৪/১২/২০২২, সকাল ১১:০০কোর্স শুরু করুন
শিল্প ও সংস্কৃতি২৪/১২/২০২২, সকাল ১১:০০কোর্স শুরু করুন
হিন্দু ধর্ম২৪/১২/২০২২, দুপুর ১২:০০কোর্স শুরু করুন
বৌদ্ধ ধর্ম২৪/১২/২০২২, দুপুর ১২:০০কোর্স শুরু করুন
খ্রিস্ট ধর্ম২৪/১২/২০২২, দুপুর ১২:০০কোর্স শুরু করুন
জীবন ও জীবিকা (১ম অংশ)২৪/১২/২০২২, বিকাল ০৩:০০কোর্স শুরু করুন
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (১ম অংশ)২৪/১২/২০২২, বিকাল ০৪:০০কোর্স শুরু করুন
বিজ্ঞান২৫/১২/২০২২, সকাল ০৯:০০কোর্স শুরু করুন
ডিজিটাল টেকনোলজি২৫/১২/২০২২, সকাল ০৯:০০কোর্স শুরু করুন
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান (২য় অংশ)২৫/১২/২০২২, সকাল ১০:০০কোর্স শুরু করুন
জীবন ও জীবিকা (২য় অংশ)২৫/১২/২০২২, সকাল ১১:০০কোর্স শুরু করুন

One thought on “ডিজিটাল প্রযুক্তি বিষয় ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.