ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি এসএসসি ২০২৩ সার্কুলার, আবেদন এবং ফলাফল

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার, আবেদন এবং ফলাফল নিয়ে আজকের আর্টিকেল। দেশের প্রথম সারির বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ডাচ বাংলা ব্যাংক অন্যতম। প্রতি বছর এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হয় তাদের জন্য বৃত্তির সুযোগ দেয় এই ব্যাংক।

প্রতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্য থেকে অনলাইনে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির আবেদন আহ্বান করে ব্যাংকটি এবং নির্ধারিত নিয়মে যাচাই বাছাই এর পর ফলাফল প্রকাশ করে থাকে।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি এসএসসি পরীক্ষা ২০২২ সার্কুলার বা বিজ্ঞপ্তি

প্রতি বারের মত এবারেও এসএসসি পরীক্ষায় সিটি কর্পোরেশন ও জেলা শহরের শিক্ষার্থীদের মধ্যে যারা জিপিএ ৫ পেয়েছে এবং জেলা শহরের বাহিরে অর্থ্যাৎ মফস্বলের শিক্ষার্থীদের মধ্যে যারা ৪.৮৩ পেয়েছে তাদের কাছ থেকে অনলাইনে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার প্রকাশিত হয়েছে।

২০২২ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশকরা শিক্ষার্থীরা চাইলে অনলাইনে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদন করতে পারবে। যারা যারা ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি এর জন্য আবেদন করতে চায় তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেল।

এখানে আমরা জানানোর চেষ্টা করবো ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি এসএসসি পরীক্ষা ২০২২ সার্কুলার বা বিজ্ঞপ্তি, আবেদন করার সময়সূচী, ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদন করার পদ্ধতি ও ফলাফল সম্পর্কে।

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি ২০২২ পরিমাণ ও সময়কাল

বাংলাদেশের অন্যতম সেরা প্রাইভেট ব্যাংক ডাচ বাংলা ব্যাংক দেশের দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য প্রতি বছর যারা এসএসসি পরীক্ষায় নির্ধারিত জিপিএ অর্জন করে তাদের উচ্চ মাধ্যমিক স্তরে লেখা পড়ার জন্য মাসিক ২,৫০০/- হাজার টাকা হারে ২৪ মাসে ৬০,০০০ টাকা এবং বার্ষিক পাঠ্য উপকরণ কেনার জন্য ২,৫০০/- এবং পোষাক পরিচ্ছদের জন্য ১,০০০/- সর্বমোট = ৬৭,০০০/- পাবে।

নিচের ছকে ২০২২ সালের ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তির পরিমাণ দেওয়া হল

খাত বা বিবরণসময়কালমোট টাকা
মাসিক বৃত্তি = ২,৫০০/-২৪ মাস ৬০,০০০/-
পোষাক পরিচ্ছদ = ১,০০০/-বছরে একবার২,০০০/-
শিক্ষা উপকরণ ক্রয় = ২,৫০০/-বছরে একবার৫,০০০/-
সর্বমোট : ৬৭,০০০/-
ডাচ বাংলা ব্যাংক শিক্ষা বৃত্তির টাকার পরিমাণ

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি ২০২২ আবেদন ও অন্যন্য সময়সূচী

২০২২ সালের এস এস সি, দাখিল বা সমমানের পরীক্ষায় সিটি কর্পোরেশন ও জেলা শহর থেকে জিপিএ-৫ এবং জেলা শহরের বাহিরে গ্রামীন এলাকা থেকে জিপিএ-৪.৮৩ প্রাপ্ত শিক্ষার্থীরা নিচের ছকে উল্লেখিত সময়-সূচী অনুযায়ী অনলাইনে ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি ২০২২ আবেদন করতে পারবে।

ইভেন্ট বা কাজের বিবরণতারিখ
আবেদন শুরু৩০ নভেম্বর ২০২২
আবেদন শেষ২৫ ডিসেম্বর ২০২২
প্রাথমিক তালিকা প্রকাশ২৯ ডিসেম্বর ২০২২
ভ্যারিফিকেশন শুরু০১ জানুয়ারী ২০২৩
ভ্যারিফিকেশন শেষ২১ জানুয়ারী ২০২৩
চূড়ান্ত ফলাফল প্রকাশব্যাংকের ওয়েবসাইট এবং পত্রিকায় জানানো হবে।

নিচের ছবিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষাবৃত্তি বা উপবৃত্তির সার্কুলার বা বিজ্ঞপ্তি দেখুন

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি এসএসসি ২০২২ সার্কুলার, আবেদন এবং ফলাফল
ডাচ বাংলা ব্যাংক এস এস সি শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি

ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে।

এই ধারাবাহিকতায় ২০২২ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে:

ডাচ বাংলা ব্যাংক এসএসসি বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা

২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় সিটি কর্পোরেশন ও জেলা শহরের ভেতরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪র্থ বিষয় ছাড়া যেসকল শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে (অর্থ্যাৎ সকল বিষয়ে এ প্লাস (জিপিএ-৫);

জেলা শহরের বাহিরে গ্রামীন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেসকল এসএসসি পরীক্ষার্থী চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪.৮৩ পেয়েছে তারাই শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ এর আবেদন করতে পারবে।

যে সব ছাত্র-ছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা ডাচ্-বাংলা ব্যাংক-এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না ।

গ্রামীণ/অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে ।

ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি বা স্কলারশীপ আবেদন করতে যা যা লাগবে

উপরোক্ত যোগ্যতা অর্জনকারী যেসকল শিক্ষার্থী ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি বা স্কলারশীপ আবেদন করতে চায় তাদের প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিচে দেওয়া হল।

ক্রমিকবিবরণমন্তব্য
০১আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।স্ক্যান করে আপলোড করতে হবে।
০২শিক্ষার্থীর পিতার পাসপোর্ট সাইজের ছবি।স্ক্যান করে আপলোড করতে হবে।
০৩শিক্ষার্থীর মাতার পাসপোর্ট সাইজের ছবি।স্ক্যান করে আপলোড করতে হবে।
০৪এসএসসি পরীক্ষার মার্কশীট। (বোর্ড থেকে পেতে দেরি হলে অনলাইন কপি প্রিন্ট করে ব্যবহার করা যাবে।স্ক্যান করে আপলোড করতে হবে।
০৫প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত এসএসসি প্রসংশাপত্র। স্ক্যান করে আপলোড করতে হবে।

ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি অনলাইন আবেদন

২০২২ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ, আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীরা অনলাইনে app.dutchbanglabank.com/DBBLScholarship – এই ঠিকানায় আবেদন ডাচ বাংলা ব্যাংক এসএসসি শিক্ষাবৃত্তি করতে পারবে।

সরাসরি/ডাকযোগে/কুরিয়ারযোগে কোন আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ তাই অনলাইনে সাবধানতার সাথে বৃত্তির আবেদন পূরণ করতে হবে।

https://youtu.be/doUDeFCKu_8

আপনার জন্য আরও কিছু তথ্যঃ