২০২৩ সালের যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্য এসএসসি পরীক্ষা ২০২৩ ফরম পূরণ এর যাবতীয় ফি নিয়ে আজকের আর্টিকেল। যারা জানতে চায় এস এস সি ফরম ফিলাপ কত টাকা বা কিভাবে ফরম পূরণের ফি জমা দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সকল শিক্ষাবোর্ড এর মধ্যেই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ এর তারিখ ঘোষনা করেছে। ১৮ ডিসেম্বর ২০২২ থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ০৪ জানুয়ারী ২০২৩ পর্যন্ত।
এসএসসি পরীক্ষা ২০২৩ ফরম পূরণ ফি
এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ বিজ্ঞপ্তির সাথে শিক্ষাবোর্ডগুলো কত টাকা পরীক্ষার ফি বা ফরম পূরণ ফি নিবে তাও নির্ধারণ করে জানিয়ে দিয়েছে।
তবে গত বছরের চেয়ে এবারে ২০২৩ সালের এসএসসি ফরম পূরণ ফি বাড়ানো হয়েছে। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া আছে।
এই বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এস এস সি পরীক্ষার ফরম পূরণ ফি বাবদ গুনতে হবে জনপ্রতি কেন্দ্র ফিসহ ২১৪০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ২০২০ টাকা করে।
২০২৩ সালের এসএসসি ফরম ফিলাপ এর যাবতীয় ফি
iBankHub এর পাঠকদের সুবিদার্থে ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার বোর্ড ফি, কেন্দ্র ফিসহ যাবতীয় ফি ছক আকারে নিচে দেওয়া হল। (এসএসসি পরীক্ষা ২০২৩ ফরম পূরণ এর যাবতীয় ফি)
বিভাগ | বোর্ড ফি | কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) | মোট | বিলম্ব ফরম ফিলাপ ফি |
---|---|---|---|---|
বিজ্ঞান | ১৬২৫ | ৫১৫ | ২১৪০ | ১০০ |
ব্যবসায় শিক্ষা | ১৫৩৫ | ৪৮৫ | ২০২০ | ১০০ |
মানবিক | ১৫৩৫ | ৪৮৫ | ২০২০ | ১০০ |
২০২২ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ফরম পূরণ ফি ছিল কেন্দ্র ফিসহ ১৬১৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে জন্য ছিল কেন্দ্র ফিসহ ১৪৯৫ টাকা।
এসএসসি ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ ও বকেয়া আদায় সংক্রান্ত নির্দেশনা
(ক) পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ ৩১ ডিসেম্বর-২০২২ পর্যন্ত পরিশোধ করতে হবে। কোন শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন ও সেশনচার্জ নেয়া যাবে না।
(খ) শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ডের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোন অর্থ আদায় করা যাবে না। কোচিং, মডেল টেষ্ট ইত্যাদির নামে ছাত্র/ছাত্রীদের নিকট থেকে কোন অর্থ আদায় করা যাবে না। (এসএসসি পরীক্ষা ২০২৩ ফরম পূরণ এর যাবতীয় ফি)
এসএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখুন

আপনার জন্য আরও কিছু তথ্যঃ