এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ AB Direct Internet Banking Easy to Use

বাংলাদেশের তফসিলি মালিকানাধীন ব্যাংকগুলোর অন্যতম এবি ব্যাংক গ্রাহকদের প্রযুক্তিগত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ইন্টারনেট সার্ভিসের মাধ্যমে iBanking সেবা চালু করেছে। আজকে আমরা জানবো এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ AB Direct Internet Banking এর সকল সেবা নিয়ে।

প্রযুক্তির কল্যাণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর সুবাদে ব্যাংকিং সেক্টরে ব্যাপক পরিবর্তন এসেছে। এবি ব্যাংক এর ধারাবাহিকতায় আরও একধাপ এগিয়ে গেল।

এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং

আরব বাংলাদেশ ব্যাংক বা এবি ব্যাংক ১২ এপ্রিল ১৯৮২ সালে যাত্রা শুরু করে। গত ৪০ বছরে প্রাইভেট সেক্টরে ব্যাংক খাতে অভাবনীয় পরিবর্তন নিয়ে এসেছে। গ্রাহক সন্তোষ্টি ধরে রাখতে বিভিন্ন সময়ে সময় উপযোগী নানা গুরুত্বপূর্ণ সেবা চালু করণের মাধ্যমে সার্ভিস প্রদান করা যাচ্ছে।

এখন পৃথিবী বাস করছে তথ্য প্রযুক্তির যুগে। সকল ব্যাংকেই এখন ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু করেছে। এতে পেপারলেস অফিস বাস্তবায়নের সাথে সাথে গ্রাহক সেবা দ্রুত ও সহজ হয়েছে।

AB Bank Internet Banking

জনপ্রিয় প্রাইভেট ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসে চমকপ্রদ AB Bank Internet Banking সেবা নিয়ে এসেছে যার মাধ্যমে গ্রাহক সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে।

AB Bank Internet Banking অ্যাপের মাধ্যমে গ্রাহকগণ ঘরে বসে স্মার্টফোন বা পিসি ব্যবহার করে যেকোন সময় লেনদেন পরিচালনা করতে পারবে।

অসাধারণ ব্যাংকিং সেবা সম্বলিত এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ডিপোজিট, ক্যাশআউট, পি২পি, অনলাইন পেমেন্টসহ গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ সৃষ্টি করেছে।

এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ AB Direct Internet Banking
এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং সেবার অনলাইন ওয়েব ভার্সন

এবি ডিরেক্ট ইন্টারনেট ব্যাংকিং AB Direct Internet Banking এর সুবিধা

মোবাইলে বা পিসিতে যেখানেই আপনি এই সার্ভিস ব্যবহার করেন। আরব বাংলাদেশ ব্যাংক এর ইন্টারনেট ব্যাংকিং পোর্টাল আপনাকে অসাধারণ স্মুথ ব্যাংক সার্ভিস প্রদান করে থাকে।

চলুন এক নজরে এর সেবাগুলো জেনে নিই-

১. আপনার একাউন্ট এর ব্যালেন্সসহ হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য;

২. হিসাবে লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্যদি সংরক্ষণ করার সুবিধা এবং প্রিন্ট করে নেওয়ার ব্যবস্থা;

৩. বাংলাদেশের সকল ব্যাংকে টাকা ট্রান্সফার করার সুবিধা;

৪. সকল প্রকার ইউটিলিটি বিল পরিশোধ এর সুবিধা; এর মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল, পানির বিল, ডেসকো, ন্যাসকোসহ যাবতীয় বিল দিতে পারেন।

৫. সকল মোবাইল অপারেটর (রবি, গ্রামীণ, বাংলালিংক, টেলিটক) রিচার্জ করার সুযোগ;

AB Direct Internet Banking Apps ডাউনলোড

গ্রাহকদের সর্বাধুনিক অনলাইন ব্যাংকিং সেবা প্রদানের জন্য আরব বাংলাদেশ ব্যাংক AB Bank এন্ড্রয়েড এবং আইওস অপারেটিং সিস্টেম এর আলাদা আলাদা স্মার্টফোন অ্যাপ প্রস্তুত করেছে।

AB Bank Ltd. এর অ্যাপটি এই পর্যন্ত এক লক্ষের বেশিবার ডাউনলোড হয়েছে। এই পর্যন্ত প্রায় দুই হাজার ব্যবহারকারী রিভিউ প্রদান করেছে যার ইউজার রেটিং ৩.৬;

২০১৭ সালের মার্চ মাসে রিলিজ হওয়া এই অ্যাপটি সর্বশেষ জানুয়ারি ১৯, ২০২৩ তারিখে আপডেট করা হয়েছে। এটি ব্যবহার করতে এন্ড্রয়েড ভার্সন ৫.০০ থেকে উপরের ভার্সনগুলো প্রয়োজন হবে।

এবি ব্যাংক এর এই অ্যাপটি ব্যবহার করতে গুগল প্লেস্টোরে গিয়ে AB Direct Internet Banking লিখে সার্চ করে প্রদর্শিত সফটওয়্যারটি ইন্সটল করে নিন।

AB Direct Internet Banking Apps ডাউনলোড
AB Bank Apps ডাউনলোড

আপনি ছবির উপরে ক্লিক করেই এই অ্যাপটি ইন্সটল করে নিতে পারেন। ডাউনলোড করতে কোনো সমস্যা হলে এখানে কমেন্ট করুন।

এবি ব্যাংক ইন্টারনেট অ্যাপস এর বিশেষ সুবিধা

গ্রাহকদের ব্যক্তিগত হিসাব দেখার সহজ নেভিগেশন সম্পন্ন দারুন ব্যাংকিং সফটওয়্যার এটি। এখানে আপনি মুহুর্তেই একাউন্ট ব্যালেন্স যাচাই করা, লেনদেন বিবরণী, সহজতর ফান্ড ট্রান্সফার করার সুবিধা।

দেশের যেকোন ব্যাংকে অর্থ প্রেরণ সুবিধা, সহজ বিল পরিশোধ প্রক্রিয়া, ইন্সট্যান্টলি মোবাইল রিচার্জ সুবিধা, অনলাইন থেকে ইউটিলিটি বিল পরিশোধ, এবি ব্যাংকের মাস্টার কার্ড ক্রেডিট কার্ড বিল পরিশোধ।

এন্ড্রয়েড, আইওস, উইনডোজ অপারেটিং সিস্টেমে চলমান স্মার্টফোন ও ট্যাবলেটে ব্যবহার করার জন্য আলাদা আলাদ ভার্সন।

এই অ্যাপ ব্যবহার করতে ব্যবহারকীর নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে দুই স্তরের নিরাপত্তা ভ্যারিফিকেশন সেই সাথে এখানে এবি ব্যাংক এর শাখা এবং এটিএম বুধ খুজে বের করার সুযোগ।

AB Bank Internet Banking চালু করার নিয়ম

ঘরে বসে ব্যাংকিং সেবা পাওয়ার জন্য আপনাকে এ বি ব্যাংক এর নিকটস্থ শাখায় গিয়ে হেল্প ডেক্স থেকে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু করে নিতে হবে।

এর জন্য আপনার অত্র ব্যাংকের সচল একটি হিসাব প্রয়োজন হবে। আপনি চাইলে শাখায় গিয়ে যেকোন সময় নতুন একাউন্ট খুলে নিতে পারেন।

পূর্বে একাউন্ট থাকলে আপনি https://abdirect.abbl.com ঠিকানায় প্রবেশ করে AB Bank Internet Banking ব্যবহার যাবে। নতুনভাব এই সুবিধা চালু করতে হলে আগত পেইজে সাইনআপ অপশন নির্বাচন করে একটি অনলাইন একাউন্ট খুলতে হবে।

এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ AB Direct Internet Banking Easy to Use এবি ব্যাংক Apps
AB Bank Internet Banking Signup Form Sample

সাইনআপ অপশন নির্বাচন করার পর আপনার সামনে উপরে দেওয়া ছবির মত একটি ফরম আসবে। এখানে আপনার একটি ইউজার আইডি, সচল ইমেইল আইডি, আপনার পুরো নাম (যেটা একাউন্টে দেয়া আছে), এবি ব্যাংকের হিসাব নম্বর, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে সাইনআপ ‍বাটনে ক্লিক করতে হবে।

AB Direct Internet Banking সার্ভিস চালু হতে ৫ থেকে ৭ কর্মদিবস লাগতে পারে। এই সংক্রান্ত যেকোন তথ্য জানার জন্য আপনি তাদের হেল্প লাইন নম্বরে যোগাযোগ করবেন।

প্রিয় পাঠক আশা করছি আপনি এবার সহজেই এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ সহজভাবে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এটি কোনো স্পন্সর পোস্ট নয়। তাই ব্যাংকিং সকল প্রকার তথ্যে জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করুন।

88 thoughts on “এবি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ AB Direct Internet Banking Easy to Use

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.