একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় নির্বাচনী পরীক্ষার সুযোগ দেয়া যাবে

এবার অর্থ্যাৎ ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় নির্বাচনী পরীক্ষার সুযোগ দেয়া যাবে এমনটাই জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা। সম্প্রতি ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

১১ ডিসেম্বর ২০২২ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইটে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

এসএসসি নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থী

ঢাকা শিক্ষাবোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আবুল বাশার স্বাক্ষরিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি শিরোনামে ৪ পৃষ্ঠার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যার ১২নং নির্দেশনায় নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ ও উত্তীর্ণ হওয়ার বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রদত্ত নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

নির্বাচনী পরীক্ষায় একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় নির্বাচনী পরীক্ষার সুযোগ দেয়া যাবে বিষয়ে বোর্ড এর বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনাটি হুবহু তুলে ধরা হলো-

নির্বাচনি পরীক্ষা

জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ব্যতীত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। তবে যে সকল পরীক্ষার্থী ইতোমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণের বিষয়টি শিথিলযোগ্য।

কোভিড-১৯ অতিমারীর কারণে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের শ্রেণিশিক্ষা কার্যক্রম নিদারুণভাবে ব্যাহত হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচনী পরীক্ষায় এক বা ততোধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় নির্বাচনী পরীক্ষার সুযোগ দেয়া যেতে পারে।

পরীক্ষা নিয়ন্ত্রক, ঢাকা শিক্ষাবোর্ড
একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় নির্বাচনী পরীক্ষার সুযোগ দেয়া যাবে

একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় নির্বাচনী পরীক্ষার সুযোগ দেয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি ডাউনলোড

২০২৩ সালের এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষায় এক বা ততোধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় নির্বাচনী পরীক্ষা গ্রহণের বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ড এর বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য নিচের বাটনে ক্লিক করুন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

One thought on “একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় নির্বাচনী পরীক্ষার সুযোগ দেয়া যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.