একাউন্ট লক হওয়া উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংশোধন এর সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ-১২শ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত HSP-MIS-এ লক (Lock) কৃত শিক্ষার্থীদের একাউন্টসহ অন্যান্য তথ্য সংশোধন প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত সমন্বিত উপবৃত্তি কার্যক্রম প্রকল্প।
এই বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণিতে অধ্যয়নরত এবং উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীদের মধ্যে যারা একাউন্ট লক অবস্থায় আছে তাদের তথ্য সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে।
একাউন্ট লক হওয়া উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী
সমন্বিত উপবৃত্তি কর্মসূচী বর্তমানে ডায়নামিক সফটওয়্যারের মাধ্যমে সরাসরি প্রকল্প থেকে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবকের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসেবে প্রেরণ করা হয়।
- আরও পড়ুনঃ কালালা’র সম্পত্তি বণ্টন প্রসঙ্গে
এই প্রক্রিয়ায় কোনো তৃতীয় পক্ষ না থাকায় সরাসরি শিক্ষার্থীর অভিভাবক উপবৃত্তির টাকা পেয়ে যায়। কিন্তু কিছু সমস্যার কারনে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পায়না। এর মধ্যে অন্যতম কারন একাধিক শিক্ষার্থীর জন্য একই নম্বর ব্যবহার, শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ভুল হওয়া বা আরও নানাবিধ কারণ।
একাউন্ট লক হওয়া উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর একাউন্ট সংশোধন
১২ ডিসেম্বর ২০২২ মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ-১২শ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত HSP-MIS-এ লক (Lock) কৃত শিক্ষার্থীদের একাউন্টসহ অন্যান্য তথ্য সংশোধন প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে উপবৃত্তি না পাওয়া শিক্ষার্থীদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ৬ষ্ঠ-১২শ শ্রেণির উপবৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীর জানুয়ারি-জুন/২০২২ কিস্তির উপবৃত্তি বিতরণ করা হয়েছে।
বর্ণিত সময়ের বিতরণকৃত উপবৃত্তির অর্থ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত তথ্যগত ভুল/ত্রুটির কারণে বিশেষ করে একাউন্ট নম্বর সংক্রান্ত তথ্য ভুল থাকায় কিছু শিক্ষার্থীর প্রকৃত/সঠিক একাউন্টে উপবৃত্তির অর্থ জমা হয় নাই।
উক্ত একাউন্টনম্বরসহ অন্যান্য তথ্য সংশোধনের (যদি থাকে) জন্য আগামী ২৬.১২.২০২২ তারিখের মধ্যে নিম্নলিখিত ছক মোতাবেক তথ্য এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের আবেদন অবশ্যই উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার (সুপারিশসহ) মাধ্যমে mis.hsp@pmeat.gov.bd ইমেইলে প্রেরণ করা জন্য অনুরোধ করা হলো।
ইতোপূর্বে যে সকল শিক্ষার্থীর তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP MIS-এ সংশোধন করা হয়েছে সে সকল শিক্ষার্থীর তথ্য প্রেরণ করার প্রয়োজন নাই। কেবল মাত্র HSP MIS-এ লককৃত (Lock) শিক্ষার্থীদের তথ্য নিম্নোক্ত ছক অনুযায়ী সংশোধনের জন্য তথ্য প্রেরণ করতে হবে।
কোন অবস্থায় বাউন্সব্যাককৃত একাউন্টধারী শিক্ষার্থীদের তথ্য প্রেরণ করা যাবে না। উল্লেখ্য যে, বাউন্সব্যাক কৃত শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP MIS-এ সংশোধন করতে হবে।
অপর দিকে ডুপ্লিকেট একাউন্টধারী শিক্ষার্থীদের তথ্য অত্র অফিস থেকে প্রেরিত Excel sheet এ তথ্য হালনাগাদ করে সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রেরণ করতে হবে। একাউন্ট লক হওয়া উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংশোধন এর সুযোগ থাকবে ২৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত।
একাউন্ট লক হওয়া উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংশোধন এর সুযোগ সংক্রান্ত বিজ্ঞপ্তি

আপনার জন্য আরও কিছু তথ্য: