উপায় মোবাইল ব্যাংকিং UPay Mobile Banking: বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোফাইডার অ্যাপ। এটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর একটি প্রতিষ্টান। আজকে আমরা জানবো উপায় মোবাইল ব্যাংকিং UPay Mobile Banking ব্যবহারের নিয়ম এবং যাবতীয় তথ্যাদি নিয়ে।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। সকল ব্যাংক এখন মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করণের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর মাধ্যমেই বাংলাদেশ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে প্রবেশ করছে এবং লেনদেন আরও সহজ থেকে সহজতর হচ্ছে। মোবাইল ব্যাংকিং ব্যবহার করে এখন মুহুর্তের মধ্যেই দেশের যেকোন প্রান্তের টাকা প্রেরণ করতে পারেন।
উপায় মোবাইল ব্যাংকিং
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস উপায় *268# বর্তমানে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবাগুলোর মধ্যে অন্যতম। মুহুর্তের মধ্যে একাউন্ট খোলা থেকে শুরু হয়ে ডিজিটাল পেমেন্ট এবং পি টু পি সহ অন্যন্য সকল সুবিধাই রয়েছে এখানে।
গুগল প্লে-স্টোর থেকে এখন পর্যন্ত ১০ লক্ষের বেশি ডাউনলোড হয়েছে। এই অ্যাপের ইউজার রেটিং ৪.৬ যা প্রায় ৩৮ হাজার ব্যবহারকারীদ্বারা দেওয়া হয়েছে।
UPay Mobile Banking এর সেবা সমূহ
মোবাইল ব্যাংকিং এর যেসকল সেবা থাকা উচিত তার প্রায় সবগুলোই আছে এই অ্যাপে। তারপরও চলুন জেনে নেওয়া যাক বিশেষ কিছু ফিচার সম্পর্কে।
- আরও পড়ুনঃ ইসলামী অর্থনীতির প্রথম মডেল
মুহুর্তেই একাউন্ট খোলা বা Instant Registration
খুব সহজেই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড এর ছবি তুলে মুহুর্তের মধ্যেই উপায় একাউন্ট খোলা যায়। এই কাজের জন্য সর্বোচ্চ ১ থেকে ২ মিনিট সময় প্রয়োজন হয়।
ডিজিটাল ওসিআর প্রযুক্তি ব্যবহার করে আপনার এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ করে এবং নির্বাচন কমিশন এর ওয়েবসাইট থেকে ডাটা ভ্যারিফাই করে এটি ততখনাৎ আপনার একটি উপায় হিসাব খুলে দিবে।
ব্যাংক একাউন্ট বা ডেবিট কার্থ থেকে ব্যালেন্স এড Add Money from Bank Account or Debit/Credit Card
ব্যাংকিং লেনদেনের একটা নির্ধারিত সময়সূচী রয়েছে। হঠাৎ করেই মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা সম্ভব হয় না তবে এক্ষেত্রে উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট অথবা ক্রেডিট কার্ড থেকে মুহূর্তের মধ্যে টাকা এড করে প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন।
সেই সাথে উপায় থেকে আপনার ব্যাংক একাউন্টে অথবা ডেবিট বা ক্রেডিট কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন যেকোনো সময়।
যে কোন অপারেটরে মোবাইল রিচার্জ Mobile recharge to any number
উপায় আপনাকে দেশের যেকোনো মোবাইল অপারেটিং সিস্টেমের নম্বরে দিনরাত 24 ঘন্টা টাকা রিচার্জ করার সুযোগ প্রদান করে।
উপায় অ্যাপ থেকে আপনি বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় নম্বরগুলোতে যেমন গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক টাকা রিচার্জ করতে পারবেন। সেই সাথে সকল অপারেটরের ইন্টারনেট ও ভয়েস বান্ডেল অফার এবং পোস্টপেইড বিল পেমেন্ট করা যায়।
- আরও পড়ুনঃ ইসলামী অর্থনীতি ও তার বাস্তবায়ন
ইউটিলিটি বিল পেমেন্ট সুবিধা Bill Payments
বিদ্যুৎ বিল, পানি, গ্যাস, টেলিফোন ইন্টারনেট, ডেবিট কার্ডের যাবতীয় বিল আপনি চাইলে উপায় অ্যাপ এ পেমেন্ট করা যাবে।
বর্তমানে এখানে ডেসকো, নেস্কো, তিতাস, ওয়াসা সহ অনেকগুলো কোম্পানির বিল পেমেন্ট করা যায় এবং ভবিষ্যতে তারা আরও সার্ভিস যোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কেনাকাটার মূল্য পরিষদ
এখন প্রায় দেশের অনেকগুলো দোকানে পণ্য কেনাকাটার পর গ্রাহক চাইলে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধ করতে পারে।
এক্ষেত্রে উপায় হতে পারে আপনার পেমেন্টের মাধ্যম কারণ এখানে পেমেন্ট করলে দেশের নামকরা ব্র্যান্ড গুলোর শোরুমে বিভিন্ন ধরনের অফার ও ক্যাশব্যাক পাওয়া যায়।
সেই সাথে নিরাপদে পণ্যের মূল্য পরিশোধ করার মাধ্যমে আপনার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস একাউন্টের নিরাপত্তা নিশ্চিত থাকবে অতিরিক্ত মূল্যে পরিষদের ঝুঁকি থাকবে না এবং হ্যাকিং হওয়া বা প্রতারণার শিকার হওয়ার কোন সম্ভাবনা নেই।
কিউআর কোড অথবা মোবাইল নাম্বার স্ক্যান করার মাধ্যমে খুব সহজে নিরাপদে দেশের বিভিন্ন গ্রোসারী সব, ফার্মেসী, রেস্টুরেন্ট, খুচরা দোকান পণ্যের মূল্য পরিশোধ করা যায়।
নিরাপদ মোবাইল ব্যাংকিং – Secured Mobile Banking
মোবাইল ব্যাংকিং এর সুবিধা যেমন আছে তেমন অসুবিধারও শেষ নেই। অনেক মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানির একাউন্ট হ্যাক করে হ্যাকাররা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা রয়েছে।
এক্ষেত্রে উপায় সর্বোচ্চ নিরাপত্তার সাথে গ্রাহকের লেনদেন সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা করে। গ্রাহকের হিসাবের নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত করে।
টেকনোলজির ব্যবহার করে গ্রাহকের টাকা নিরাপত্তা নিশ্চিত করে এবং তিন নম্বরের মাধ্যমে সকল ট্রানজেকশন এর হিসাব গ্রাহককে জানিয়ে দেয়া হয়।
সহজ অনলাইন পেমেন্ট Online Payments
এখন প্রায় দেশের সবগুলো অনলাইন সেবা দাতা প্রতিষ্ঠানে সিকিউর পেমেন্ট সার্ভিস ব্যবহার করে উপায় থেকে যেকোনো ধরনের পণ্যের দাম, রিজার্ভ এর অগ্রিম অথবা পণ্য কেনার পর মূল্য পরিশোধ করা যায়।
ফুড ডেলিভারি থেকে শুরু করে দারাজ, ইবালি, চাল ডাল সহ সবগুলো অনলাইন শপে এখন উপায় থেকে পেমেন্ট করা যায় এবং পেমেন্ট রিসিভ করা যায়।
আপনার নিজস্ব ওয়ালেট Your Own Wallet
উপায়ে একাউন্ট *268# এর মাধ্যমে আপনি সেলারি, রেমিটেন্স সহ সব ধরনের পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং চাইলে সেটা মানিব্যাগের মতো ব্যবহার করতে পারবেন।
উপায় যখন তখন আপনাকে এটিএম বুথ থেকে অথবা এজেন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ দেয়া যাতে যে কোন সময় আপনি নিজের প্রয়োজন মেটাতে পারবেন।
উপায় মোবাইল ব্যাংকিং App ডাউনলোড
আপনার মোবাইলে উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস অ্যাপ ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে upay: Finance and Payments লিখে সার্চ করুন।
সর্বপ্রথম যে অ্যাপটি আসবে সেটি আপনার মোবাইলে ইন্সটল করে নিন এবং ব্যবহার করার জন্য ওপেন করুন। আপনি চাইলে উপায় এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ এখনই ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
এই অ্যাপটি আপনার ফোনে ব্যবহার করার জন্য ৩৭ এমবি স্টোরেজ প্রয়োজন হবে সেই সাথে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম সর্বনিম্ন পাঁচ থাকতে হবে।
উপায় একাউন্ট খোলার পদ্ধতি UPay Account Opening System
চলুন এবার জেনে নেই জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস প্রোভাইডার উপায় এর একাউন্ট খোলার পদ্ধতি বা নিয়মাবলী নিয়ে। এখানে আমরা অ্যাপ এর মাধ্যমে কিভাবে উপায় অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়টি জানাবো তবে আপনি চাইলে যে কোন এজেন্ট পয়েন্টে গিয়ে আপনার এন আইডি কার্ড ব্যবহার করে সহজেই উপায় একাউন্ট খুলে নিতে পারেন।
উপায় অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে এন আইডি কার্ড এবং আপনার নিজস্ব নামে রেজিস্ট্রেশন কৃত মোবাইল নম্বর।
এখানে দেখানো ধাপগুলো অনুসরণ করে আপনার উপায় একাউন্ট খুলে নিন। এক্ষেত্রে আপনি কোন সমস্যা পড়লে উপায় কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন অথবা আমাদের এখানে কমেন্ট করতে পারেন।
ধাপ-১: উপায় একাউন্ট রেজিস্ট্রেশন
উপরোক্ত লিংক থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে উপায় সফটওয়্যার ডাউনলোড করার পর সেটি চালু করে আপনি দুটি অপশন দেখতে পাবেন। এর মধ্যে একটি হচ্ছে রেজিস্ট্রেশন এবং অন্যটি লগইন।
পূর্বে উপায় একাউন্ট খুলে থাকলে আপনি লগইন বাটনে ক্লিক করবেন কিন্তু যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি সুতরাং আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব।
ধাপ-২: মোবাইল নম্বর প্রদান এবং অপারেটর নির্বাচন;
উপায় একাউন্ট খোলার এই ধাপে আপনাকে যেই মোবাইল নম্বর ব্যবহার করে একাউন্ট পরিচালনা করবেন সেটি মোবাইল নম্বর বক্সে এন্ট্রি করুন।
তারপর যে অপারেটিং সিস্টেমে নম্বরটি আপনি চালাচ্ছেন সে অপারেটরের নাম নির্বাচন করুন। রেজিস্ট্রেশনের এই ধাপে আপনি মোবাইল অপারেটর গুলোর আইকন সহ নাম দেখতে পারবেন সেখান থেকে শুধুমাত্র নির্বাচন করতে হবে।
ধাপ-৩: ওটিপি ভেরিফিকেশন
আপনার প্রদত্ত মোবাইল নম্বর এবং অপারেটর নির্বাচন করার পর উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস আপনার মোবাইলটি ভেরিফিকেশন করার জন্য এসএমএসের মাধ্যমে একটি otp কোড প্রেরণ করবে।
উপায় মোবাইল অ্যাপ সরাসরি এসএমএস থেকে আপনার অটিপিটি ডিটেক্ট করে নিজে নিজেই সনাক্ত করে নিবে অথবা কোন কারণে সেটি না হলে আপনি ম্যানুয়ালি কোডটি এন্ট্রি করতে পারবেন।
তবে মনে রাখবেন যে নম্বর দিয়ে উপায় একাউন্ট রেজিস্ট্রেশন করছেন সেটি অবশ্যই আপনার ডিভাইসে ইন্সটল করে রাখবেন না হলে একাউন্ট রেজিস্ট্রেশনে সমস্যা হতে পারে।
ধাপ-৪: এনআইডি ও ছবি ভেরিফিকেশন
এই ধাপে আপনি প্রথমে আপনার জাতীয় পরিচয় পত্রের প্রথম পৃষ্ঠার ছবি তুলবেন, তারপর ডান বাটনে ক্লিক করার পর আপনি জাতীয় পরিচয় পত্রের পেছনের পাতার ছবি তোলার অপশন পাবেন।
এ দুটি কাজ সম্পন্ন করার পর আপনাকে সেলফি ক্যামেরা ব্যবহার করে আপনার নিজের ছবি তুলতে হবে। ছবি তোলার সময় খেয়াল রাখবেন আপনার অবস্থান যেন আলোর বিপরীত হয় তাহলে ছবির কোয়ালিটি ভালো আসবে এবং আপনাকে ডিটেক্ট করতে তাদের সুবিধা হবে।
ধাপ-৫: অন্যান্য তথ্যপ্রধান
উপায়া আপনার জাতীয় পরিচয় পত্র থেকে বিভিন্ন তথ্যাদি সংগ্রহ করবে তবুও আপনাকে অনেকগুলো নতুন তথ্য উপায় অ্যাপে প্রদান করতে হবে একাউন্ট রেজিস্ট্রেশনের স্বার্থে।
এই ধাপে আপনার পেশা, লিঙ্গ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তারা একাউন্টে তথ্য সংরক্ষণের সুবিধার্থে গ্রহণ করবে যেগুলো সম্পূর্ণ নিরাপদ
এবং ভবিষ্যতে লেনদেনের ক্ষেত্রে কোন জটিলতা তৈরি করে আপনাকে ভেরিফিকেশন করতে সহজ হবে।
তাই অবশ্যই তথ্যগুলো সঠিকভাবে প্রদান করবেন তাহলে ভবিষ্যত জটিলতা এড়ানো সম্ভব হবে।
কোনভাবেই ভুয়া তথ্য দিয়ে ভবিষ্যতে নিজের ঝামেলা টেনে আনবেন না।
ধাপ-৬: তথ্য নিশ্চিতকরণ
জাতীয় পরিচয় পত্রের তথ্য এবং আপনার ম্যানুয়ালি ইমপোর্ট করার সকল তথ্য এই ধাপে আপনি রিভিশন দিয়ে নিশ্চিত করতে হবে।
এই অ্যাপ্লিকেশনটি ও সিয়ারের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকে বিধায় আপনার টেক্সট রিকগনেশন এর সমস্যার কারণে হয়তো ভুল তথ্য চলে আসতে পারে।
এজন্য আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত আগত তথ্যগুলো বারবার ভেরিফাই করে ইনফরমেশন কনফার্ম করে ডান বাটনে ক্লিক করতে হবে।
ধাপ-৭: অ্যাকাউন্ট ম্যানুয়াল ভেরিফিকেশন এবং টেম্পোরারি পিন প্রাপ্তি
তথ্য কনফার্ম করার পর উপায় মোবাইল ব্যাংকিং অ্যাপ আপনার অ্যাকাউন্টটি এক্টিভ করার জন্য ম্যানুয়াল ভেরিফিকেশন এর জন্য কিছুটা সময় নিবে।
একজন প্রতিনিধি আপনার তথ্যগুলো ভেরিফাই করার পর আপনাকে একটি অস্থায়ী তিন নম্বর প্রেরণ করবে যা দিয়ে আপনি চাইলে পরবর্তীতে অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।
এসএমএস এর মধ্যে প্রাপ্ত আপনার অস্থায়ী তিনটি যেকোনো জায়গায় নোট করে রাখুন অথবা মনে রাখুন। তবে অবশ্যই এই তিনটি কাউকে জানাবেন না।
ধাপ-৮: টেম্পোরারি পিন দিয়ে লগইন ও ডিভাইস অথেন্টিকেশন
উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে আপনার মোবাইলের নাম্বারে এসএমএস এ আসা পিনটি দিয়ে উপায় অ্যাপ ওপেন করে মোবাইল নাম্বার এবং টেম্পোরারি পিন দিয়ে লগইন করার চেষ্টা করুন।
পিন নম্বর সঠিক থাকলে আপনার অ্যাকাউন্টটি ডিভাইস অথেন্টিকেশনের জন্য সাবমিট করা হবে। এটা উচ্চতর নিরাপত্তার স্বার্থে উপায় আপনার একাউন্টের যে ডিভাইসে ব্যবহার করবেন তা রেজিস্ট্রেশন করে নিবে।
পরবর্তীতে আপনি হেল্প লাইনে ফোন করে এই ডিভাইসটি বাতিল করে নতুন ডিভাইস সংযুক্ত করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার ওটিপি এবং বিভিন্ন তথ্য দিয়ে ভেরিফিকেশনের প্রয়োজন হবে।
- আরও পড়ুনঃ ইসলামী অর্থনীতি : প্রয়োগ ও বাস্তবতা
ধাপ-৯: ওয়ান টাইম পাসওয়ার্ড প্রাপ্তি এবং নতুন পাসওয়ার্ড সেট করা
ডিভাইস অথেন্টিফিকেশন সম্পন্ন হলে উপায় কর্তৃপক্ষ আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা otp প্রেরণ করবে।
উপায় ডিভাইস অথেন্টিকেশনের ওটিপি প্রবেশ করানোর পর আপনার সামনে নতুন পিন নাম্বার সেট করার অপশনটি আসবে। এখানে আপনি চার ডিজিটের পিন নম্বর সেট করতে পারবেন যা আপনার পরবর্তী লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন হবে।
আপনার পছন্দমত চার সংখ্যার পিন নির্বাচন করে সাবমিট করার পর আপনার একাউন্টটি প্রস্তুত হয়ে যাবে এবং উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস এ আপনাকে স্বাগতম জানানো হবে।
উপরোক্ত পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলার পর আপনি উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস এর লেনদেন করার জন্য যাবতীয় অ্যাক্সেস পেয়ে যাবেন। তবে পিন নম্বর সেট করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন কখনোই মোবাইল নম্বরের লাস্ট চার্ ডিজিট অথবা আপনার জন্ম সাল দিয়ে পিন নম্বর সেট করবেন না।
এমনভাবে পিন কোড সেট করবেন যাতে আপনি ছাড়া অন্য কেউ এটি অনুমান করতে না পারে। এবং আপনার মোবাইলে আসা কোন প্রকার ওটিপি কোড দ্বিতীয় কোন ব্যক্তিকে প্রদান করবেন না।
উপায় মোবাইল ব্যাংকিং কোড UPay USSD Code
অনেকেই আছেন যারা স্মার্টফোনের সাথে সাথে ফিচার ফোনে উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করতে চাইবেন তাদের জন্য কর্তৃপক্ষ ইউএসএসডি কোডের মাধ্যমে এই ফাইনান্সিয়াল সার্ভিসটি ব্যবহারের সুবিধা রেখেছে।
আপনি চাইলে *268# ডায়াল করে উপায় এর সবগুলো সার্ভিস ব্যবহার করতে পারবেন। উপায় মোবাইল ব্যাংকিং এর এই কোডের মাধ্যমে আপনি শুধু একাউন্ট খোলা ছাড়া ব্যালেন্স চেক করা, সেন্ড মানি করা, ক্যাশ আউট করা, পেমেন্ট করা থেকে শুরু করে অন্যান্য যাবতীয় কাজ করতে পারবেন।
উপায় একাউন্টে লেনদেন সীমা UPay Transaction Limit
উপায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে সবগুলো নীতিমালা অনুসরণ করে গ্রাহককে লেনদেনের নির্ধারিত সীমা ঠিক করে দিয়েছেন।
নিচের ছবিতে উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিসে লেনদেনের সীমা বা উপায় ট্রানজেকশন লিমিট উল্লেখ করা হলো যা অনুসরণ করে আপনি প্রতিদিন কত টাকা ট্রান্সফার করতে পারবেন ক্যাশিন বা ক্যাশ আউট করতে পারবেন সে বিষয়ে ধারণা পাবেন।
উপায় কাস্টমার কেয়ার নাম্বার ও ঠিকানা
উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস অফিসের ঠিকানা:
গ্রাহক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে উপায় সারাদেশে সার্ভিস সেন্টার স্থাপন করে রেখেছে। ইতোমধ্যে দেশের প্রায় সবগুলো জেলায় উপায়ের সার্ভিস সেন্টার রয়েছে সেখান থেকে আপনি আপনার নিকটস্থ সার্ভিস সেন্টারে গিয়ে সমস্যার সমাধান করতে পারেন।
উপায় সার্ভিস সেন্টার এর ঠিকানা জানার জন্য এখানে ক্লিক করুন।
UPay কল সেন্টার নাম্বার:
সপ্তাহের সাত দিন দিনে ২৪ ঘন্টা মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায় এর গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য কল সেন্টার রয়েছে যেখানে কল করে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। উপায়ের কল সেন্টার নাম্বারটি হল 16246;
উপরোক্ত পদ্ধতিগুলো ছাড়াও ফেসবুক মেসেঞ্জারে এবং ওয়েবসাইট লাইভ চ্যাটে আপনারা উপায়ের সাথে যোগাযোগ করতে পারবেন।
প্রিয় পাঠক আশা করছি উপায় মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে আপনি আপনার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এইসংখ্যা তো আর কোন তথ্য জানা থাকলে উপায় এর কাস্টমার সার্ভিসের যোগাযোগ করুন অথবা আমাদের এখানে কমেন্ট করুন।