অগ্রণী ব্যাংক থেকে বিকাশ টাকা ট্রান্সফার পদ্ধতি Agrani Bank to bKash Money Transfer

বাংলাদেশ অগ্রণী ব্যাংক লিমিটেড গ্রাহকদের লেনদেন আরও সহজ করতে বিকাশ থেকে টাকা ট্রান্সফার সুবিধা চালু করেছে। আজকে জানবো অগ্রণী ব্যাংক থেকে বিকাশ টাকা ট্রান্সফার পদ্ধতি Agrani Bank to bKash Money Transfer সুবিধা নিয়ে।

ব্যাংকের সীমাবদ্ধ সময়ের বাহিরেও বর্তমানে আমাদের অর্থ লেনদেন এর প্রয়োজন পড়ে। সাপ্তাহিক ছুটির দিন সহ যেকোন সময় অর্থ লেনদেন করার একটি অসাধারণ সুবিধা নিয়ে এসেছে জনপ্রিয় সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড। সেই বিষয়ে নিয়েই আমাদের আজকের আয়োজন।

অগ্রণী ব্যাংক থেকে বিকাশ

ব্যাংক আর মোবাইল ব্যাংকিং সার্ভিস এর মধ্যে একটি অন্যতম পার্থক্য হলো ব্যাংক থেকে টাকা তুলতে গ্রাহককে সপ্তাহের একটা নির্ধারিত সময় এবং দিনের নির্ধারিত কর্মঘন্টায় করতে হয়। আর মোবাইল ব্যাংকিং দিয়ে যেকোন সময় যখন তখন লেনদেন করা যায়।

প্রযুক্তির সাথে উন্নয়ন হচ্ছে দেশের ব্যাংকিং ব্যবস্থা। সম্প্রতি বিকাশ এর সাথে একটি পদ্ধতিতে যুক্ত হয়েছে জনপ্রিয় অগ্রণী ব্যাংক লিমিটেড।

অগ্রণী ব্যাংকের গ্রাহকরা এখন থেকে তাদের একাউন্ট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন এবং বিকাশ থেকে টাকা ব্যাংকে আনতে পারবেন।

অগ্রণী ব্যাংক থেকে বিকাশ Agrani Bank to bKash লেনদেন এর সুবিধা

অগ্রণী ব্যাংকের গ্রাহকগণ যাদের বিকাশ একাউন্ট রয়েছে তারা যেন খুব সহজে দ্রুততার সাথে নিরাপদে তাদের অ্যাকাউন্টে টাকা যোগ করতে পারে, ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা আনতে পারে এবং বিকাশ থেকে ব্যাংক একাউন্টে টাকা জমা দিতে পারে সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্যই এই সেবাটি চালু করেছে কর্তৃপক্ষ। 

অগ্রণী ব্যাংক থেকে বিকাশ টাকা ট্রান্সফার পদ্ধতি Agrani Bank to bKash Money Transfer
Bank to bKash

সেবাটি সারসংক্ষেপ হলো-

১. লেনদেন হবে ( সহজ, দ্রুত ও নিরাপদ);

২. বিকাশ একাউন্ট থেকে ব্যাংক হিসেবে টাকা জমা;

৩. ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা পাঠানো;

ধাপ-১: বিকাশ অ্যাপ-এ অগ্রণী ব্যাংক একাউন্ট যোগ করা Assign Agrani Bank Account with bKash;

অগ্রণী ব্যাংক টু বিকাশ সেবাটি চালু করার জন্য মোবাইল ফিনান্সিয়াল কোম্পানি বিকাশ অ্যাপ এ আপনাকে ব্যাংক একাউন্ট যোগ Assign Agrani Bank Account with bKash করে নিতে হবে। এর জন্য প্রয়োজন হবে আপনার জাতীয় পরিচয় পত্র, সঠিক জন্ম তারিখ এবং আপনার স্মার্ট আইডি অথবা এন আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নম্বর যা ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে লিংক করা রয়েছে। 

বিকাশ একাউন্টের তথ্য এবং ব্যাংক একাউন্টের তথ্যের সাথে মিল থাকতে হবে। অমিল থাকলে অবশ্যই আপনি ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তা সংশোধন করে নিবেন। 

বিকাশ অ্যাপ-এ অগ্রণী ব্যাংক একাউন্ট যোগ করা Assign Agrani Bank Account with bKash
বিকাশে অগ্রণী ব্যাংক একাউন্ট এড করণ

বিকাশ অ্যাপ এ অগ্রণী ব্যাংক একাউন্ট যোগ করার Assign Agrani Bank Account with bKash জন্য আপনাকে প্রথমেই বিকাশের অ্যাপটি চালু করে-

১. অ্যাড মানি অথবা ট্রান্সফর মানি অপশনটি নির্বাচন করতে হবে।

২. এরপর দুটো অপশন আসবে সেখান থেকে ব্যাংক টু বিকাশ অপশনটি নির্বাচন করুন। 

৩. ব্যাংক টু বিকাশ নির্বাচন করার পর ব্যাংক হিসাব অপশনটি বেছে নিন। 

৪.  এরপর ব্যাংকগুলোর তালিকা দেখাবে সেখান থেকে অগ্রণী ব্যাংক নামের উপর ট্যাপ করুন বা ক্লিক করুন। 

৫. এই পর্যায়ে ব্যাংক একাউন্ট যোগ করুন সম্বলিত লাল বাটন প্রেস করুন। 

৬. ব্যাংক একাউন্ট দেওয়ার বক্সে আপনার চলমান অগ্রণী ব্যাংক অনলাইন হিসাব নম্বরটি প্রদান করুন তারপর এগিয়ে যান বাটনে প্রেস করুন। 

৭. আপনার ব্যাংক হিসাবের নামটি সঠিকভাবে বানান করে লিখুন। 

৮. এই পর্যায়ে আপনার মোবাইলে অগ্রণী ব্যাংক অনলাইন ব্যাংকিং সার্ভিস থেকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড প্রেরণ করা হবে। সেটি ওটিপি বক্সে এন্ট্রি করে সাবমিট বাটনে ক্লিক করুন। 

উপরোক্ত কাজগুলো সঠিকভাবে করতে পারলে  অর্থাৎ আপনার সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং একাউন্টের নামটি ঠিকমতো লিখতে পারলে ওটিপি দেয়ার সাথে সাথেই আপনার একাউন্টে বিকাশ অ্যাপ এর সাথে সংযুক্ত হয়ে যাবে। 

এর সাথে সাথেই আপনি বিকাশ থেকে অগ্রণী ব্যাংকের সকল সেবা অর্থাৎ লেনদেন সংক্রান্ত সকল সার্ভিস ব্যবহার করার জন্য উপযুক্ত হয়ে উঠবেন। 

ধাপ-২: অগ্রণী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা যোগ করা bKash Add Money from Agrani Bank Account

প্রথম ধাপটি সম্পন্ন করতে পারলে আপনি অগ্রণী ব্যাংক এবং বিকাশের অনলাইন সেবাটি গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে উঠবেন। এখন আমরা জানবো কিভাবে বিকাশ অ্যাপ থেকে অ্যাড মানি করবেন। নিচের ধাপগুলো মনযোগ সহকারে অনুসরণ করুন। 

অগ্রণী ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা যোগ করা bKash Add Money from Agrani Bank Account
অগ্রণী ব্যাংক থেকে বিকাশে টাকা যোগ করা

১. বিকাশ অ্যাপে প্রবেশ করে অ্যাড মানি সিলেক্ট করুন;

২. ব্যাংক টু বিকাশ সিলেক্ট করুন;

৩. ব্যাংক হিসাব প্রেস করুন;

৪. আপনার যোগকরা অগ্রণী ব্যাংক হিসাব নম্বরের উপর ট্যাপ করুন;

৫. ব্যাংক থেকে যত টাকা বিকাশে আনতে চান তার পরিমাণ লিখুন;

৬. লেনদেন সংক্রান্ত তথ্যটির ওভারভিউ দেখে নিশ্চিত করুন বাটনে প্রেস করুন;

৭. SMS এ একটি ওটিপি আসবে সেটি প্রবেশ করিয়ে সাবমিট করুন;

উপরের কার্যক্রম শেষ হলে আপনার বিকাশ একাউন্টে অগ্রণী ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হয়ে ব্যালেন্স হিসেবে যোগ হয়ে যাবে। “হোম-এ ফিরে যাই” প্রেস করে ব্যলেন্স চেক করে নিন। 

ধাপ-৩: বিকাশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা জমা দেওয়ার পদ্ধতি;

টাকা বিকাশে যোগ করা ছাড়াও গ্রাহকগণ চাইলে মুহুর্তের মধ্যে সাপ্তাহের যেকোন দিন এবং যেকোন সময় বিকাশ একাউন্ট থেকে টাকা অগ্রণী ব্যাংকের হিসাবে জমা করতে পারবেন। এর জন্য নিচের কাজগুলো সতর্কতার সাথে করুন-

বিকাশ থেকে অগ্রণী ব্যাংকে টাকা জমা দেওয়ার পদ্ধতি
বিকাশ থেকে অগ্রণী ব্যাংক

১. বিকাশ অ্যাপ থেকে ট্রান্সফার মানি অপশন ট্যাপ করুন। 

২. অ্যাপ লিংক করা ব্যাংক সমূহ থেকে অগ্রণী ব্যাংক নির্বাচন করুন;

৩. আপনার একাউন্ট নম্বরে ট্যাপ করুন;

৪. যতটাকা আপনার অগ্রণী ব্যাংক হিসাবে জমা করবেন তা লিখুন;

৫. আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিন;

৬. “ট্রান্সফার মানি করতে ট্যাপ করে ধরে রাখুন” লং প্রেস করুন;

এরপর আপনার বিকাশ একাউন্ট থেকে অগ্রণী ব্যাংক হিসাবে টাকা জমা হয়ে যাবে। এবং আপনি কনফার্মেশন মেসেজ পাবেন। 

অগ্রণী ব্যাংক থেকে বিকাশ টাকা ট্রান্সফার পদ্ধতি Agrani Bank to bKash Money Transfer অত্যন্ত সহজ একটি কাজ। তারপরও আপনার কোনো সমস্যা পরিলক্ষিত হলে নিচের ভিডিওটি ভালোভাবে দেখুন।

সৌজন্যে: অগ্রণী ব্যাংক টু বিকাশ ব্যালেন্স ট্রান্সফার

অগ্রণী ব্যাংক থেকে বিকাল লেনদেন সংক্রান্ত আর কোনো তথ্য জানার থাকলে আমাদের এই পোস্টে কমেন্ট করুন অথবা কারিগরি কোনো সমস্যার জন্য বিকাশ এবং অগ্রণী ব্যাংকে হেল্প লাইনে যোগাযোগ করুন।

4 thoughts on “অগ্রণী ব্যাংক থেকে বিকাশ টাকা ট্রান্সফার পদ্ধতি Agrani Bank to bKash Money Transfer

  1. স্যার, আমি অগ্রণী ব্যাংক থেকে আমার নিজস্ব বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে গেলে আমাকে বলছে” ব্যাংক লেনদেনের সীমা অতিক্রম করেছে। অনুগ্রহ করে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন ” এখন কী করবো? বুঝতে পারছিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.