অগ্রণী ব্যাংকের গুরুত্বপূর্ণ ১৫টি সেবা Agrani Bank 15 Important Services

সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ অগ্রণী ব্যাংক। আজ জানবো অগ্রণী ব্যাংকের গুরুত্বপূর্ণ ১৫টি সেবা Agrani Bank 15 Important Services সম্পর্কে। সরকারি ব্যাংকিং খাতে জনপ্রিয় এই ব্যাংকের সেবাগুলো আপনার জানা থাকলে খুব সহজে তা ব্যবহার করা যাবে।

শুধুমাত্র টাকা জমা দেওয়া বা উত্তোলন করা ছাড়াও অগ্রণী ব্যাংকের রয়েছে গুরুত্বপূর্ণ ১৫টি সেবা; ১৯৭২ সাল থেকে অদ্যাবধি গ্রাহক সন্তোষ্টি ধরে রাখতে বিভিন্ন সময়ে উপযোগী সকল ব্যাংকিং সেবা প্রদান করে আজও বীরদর্পে টিকে এই ব্যাংক।

Table of Contents

প্রথবে হাবিব ব্যাংক লিমিটেড থেকে কমার্স ব্যাংক লিমিটেড এরপর অগ্রণী ব্যাংক হিসেবে নাম করণ করা হয়। বাংলাদেশ ব্যাংক এর নিয়মানুযায়ী সকল আর্থিক কার্যক্রম পরিচালনা করে এই ব্যাংক। বর্তমানে এই ব্যাংকের ৪৩ টি ডিলার ব্রাঞ্চ, ৩৬ টি কর্পোরেট ব্রাঞ্চ এবং ৯২৭ টি অন্যন্য শাখা মিলে মোট ১০০৬ টি শাখা রয়েছে।

এবার চলুন জেনে নেওয়া যাক এই সব শাখায় অগ্রণী ব্যাংকের গুরুত্বপূর্ণ ১৫টি সেবা Agrani Bank 15 Important Services সম্পর্কে;

অগ্রণী ব্যাংকের গুরুত্বপূর্ণ ১৫টি সেবা

বর্তমান সময়ে একটি ব্যাংকে যেসকল সেবা থাকা উচিত তার প্রায় সবগুলোই এই ব্যাংকে পাওয়া যায়। ক্ষেত্রে বিশেষে অন্যন্য ব্যাংক থেকে বেশি সেবা সুবিধা রয়েছে এখানে।

এ সকল সেবার মাধ্যমে দেশ এবং দেশের বাহিরের বাংলাদেশি নাগরিকদের ব্যাংকিং সার্ভিস ব্যবহারের অভিজ্ঞতাকে আরও বেশি নিরাপদ ও ঝুঁকিমুক্ত করার নিশ্চয়তা প্রদান করে।

Agrani Bank 15 Important Services

দেশের অন্যতম সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড এর গুরুত্বপূর্ণ সেবাসমূহ একনজর দেখে নিন। এরপর আমরা এই বিষয়ে বিস্তারিত জানাবো।

১. এজেন্ট ব্যাংকিং – Agrani Bank Agent Banking

২. মোবাইল ব্যাংকিং লেনদেন – Mobile Banking Transaction

৩. প্রবাসী রেমিটেন্স সেবা – Foreign Remittance Service

৪. এটিম সেবা – ATM Service

৫. লকার সেবা – Locker Service

৬. ইউটিলিটি বিল কালেকশান – Utility Bill Collection

৭. অনলাইন ভ্যাট পেমেন্ট সেবা – VAT Online Payment Service

৮. এ চালান – A Challan

৯. ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ড – Wage Earner’s Development Bond

১০. ডলার প্রিমিয়াম বন্ড – Dollar Premium Bond

১১. জাতীয় সঞ্চয়পত্র – National Savings Certificate

১২. জীবন বীমা – Jiban Bima

১৩. ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ফি সংগ্রহ – DU Admission Fee Collection

১৪. সরকারী ও বিপিডিবি’র কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ – House Building Loan For GOVT., BPDB & NWPGCL Employees

১৫. অন্যন্য সেবা – Other Services

এজেন্ট ব্যাংকিং – Agrani Bank Agent Banking

দেশের যেসকল এলাকায় ব্যাংকিং সেবা সুবিধাজনক নেই বা গ্রাহকের চাহিদা রয়েছে। বিশেষ গ্রামাষ্ণলে মানুষের লেনদেন সহজ করতে এবং সকল নাগরিককে ব্যাংক সেবার আওতায় আনতে অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং – Agrani Bank Agent Banking সার্ভিস চালু করেছে যা দুয়ার নামে পরিচিতি।

এজেন্ট ব্যাংকিং - Agrani Bank Agent Banking, অগ্রণী ব্যাংকের গুরুত্বপূর্ণ ১৫টি সেবা Agrani Bank 15 Important Services
আঙ্গুলের ছাপ ব্যবহার করে অগ্রণী দুয়ার ব্যাংকিং লেনদেন করার দৃশ্য

দুয়ার এজেন্ট ব্যাংকিংর এর মাধ্যমে গ্রাহক সকল ধরণের ব্যাংকিং সেবা নিতে পারে। টাকা জমা দেওয়া, উত্তোলণ করা, মাসিক ডিপোজিট করা, যেকোন বিল পরিশোধ করা এবং অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার কাজও করে নিতে পারেন।

এর মাধ্যমে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স উত্তোলণ করা যায় এবং মূল ব্যাংকের হিসাবেও লেনদেন করা যায়। সেই সাথে লোনের আবেদন প্রেরণ এবং কিস্তিও পরিশোধ করার সুযোগ রয়েছে।

এজেন্ট ব্যাংকিং – Agrani Bank Agent Banking আরও জানতে চাইলে এখানে ক্লিক করুন। আপনিও চাইলে তাদের এজেন্ট হওয়ার আবেদন করতে পারেন। এই জন্য আপনাকে অগ্রণী ব্যাংক দুয়ার এজেন্ট হওয়ার আবেদন ও নিয়মাবলি ভালোভাবে জেনে নিতে হবে।

মোবাইল ব্যাংকিং লেনদেন – Mobile Banking Transaction

গ্রাহক সেবা আরও গতিশীল ও প্রযুক্তিগত করে তুলতে অগ্রণী ব্যাংক বর্তমানে মোবাইল ব্যাংকিং সার্ভিস সমূহের সাথে লেনদেন করার সুবিধা যুক্ত করেছে। বর্তমানে বিকাশ এর সাথে টাকা জমা দেওয়া ও বিকাশে টাকা গ্রহণ এর সেবাটি ইন্টিগ্রেড করা আছে।

অগ্রণী ব্যাংক থেকে বিকাশ টাকা ট্রান্সফার পদ্ধতি Agrani Bank to bKash Money Transfer
Agrani Bank to bKash লেনদেন ফিচার ব্যানার

ধীরে ধীরে সকল মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদাতা প্রতিষ্টানের সাথে এই সেবাটি যুক্ত করার কাজ করছে তারা। মোবাইল ব্যাংকিং লেনদেন – Mobile Banking Transaction সুবিধা চালু করায় গ্রাহকগণ সপ্তাহে প্রতিদিন যেকোন সময় টাকা লেনদেন করতে পারেন।

অগ্রণী ব্যাংক থেকে বিকাশ টাকা ট্রান্সফার পদ্ধতি Agrani Bank to bKash Money Transfer জেনে আপনিও অসাধারণ এই সুবিধাটি গ্রহণ করতে পারেন। এটি অনেক সহজ ও নিরাপদ।

প্রবাসী রেমিটেন্স সেবা – Foreign Remittance Service

বাংলাদেশের বাহিরে কর্মরত বা বসবাসরতদের নিরাপদে দেশে টাকা প্রেরণ করার জন্য অগ্রণী ব্যাংকের আছে প্রবাসী রেমিটেন্স সেবা – Foreign Remittance Service;

বর্তমান বিশ্বে প্রচলিত জনপ্রিয় সকল মানি ট্রান্সফার কোম্পানীর সেবার মাধ্যমে Foreign Remittance Service সেবা দিয়ে থাকে তারা।

অগ্রণী ব্যাংক লিমিটেড বিভিন্ন আধুনিক ব্যাংকিং পদ্ধতি যেমন সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন), টেলেক্স, ইন্টারনেট, ফ্যাক্স এবং অন্যান্য টেলিকমিউনিকেশন মাধ্যম দ্বারা নিশ্চিত করে বৈদেশিক রেমিট্যান্স-এর দ্রুত ও নিরাপদ স্থানান্তর।

৩০ টির বেশি এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে প্রবাস থেকে সহজেই অগ্রণী ব্যাংকে টাকা পাঠানো যায়। এখন বিদেশ থেকে পাঠানো টাকা অগ্রণী ব্যাংক থেকে ২৪ ঘন্টার মধ্যে উত্তোলণ করা যায়।

এটিম সেবা – ATM Service

গ্রাহকদের যেকোন সময় অর্থ উত্তোলণ করার সুবিধা দেওয়া জন্য অগ্রণী ব্যাংক কিউ ক্যাশ এর সাথে ডেবিট কার্ড সুবিধা চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা QCash সুবিধা চালু আছে এমন সব এটিএম মেশিন থেকে টাকা উত্তোলণ করতে পারবে।

অগ্রণী ব্যাংকের গুরুত্বপূর্ণ ১৫টি সেবা Agrani Bank 15 Important Services অগ্রণী ব্যাংকের গুরুত্বপূর্ণ ১৫টি সেবা Apps
এটিম সেবা – ATM Service

এছাড়াও জেলা শহর এবং বেশ কিছু উপজেলা শহরে অগ্রণী ব্যাংক এটিম সেবা – ATM Service দেওয়ার জন্য নিজস্ব বুধ স্থাপন করেছে। এইসব বুথ থেকে নিরাপদে ২৪/৭ টাকা উত্তোলণ করা যাচ্ছে।

অগ্রণী ব্যাংক এটিম সেবা – ATM Service থেকে নগদ টাকা উত্তোলণ করার পাশাপাশি হিসাবে ব্যালেন্স যাচাই করার সুযোগ রয়েছে।

এই ব্যাংকের যেকোন শাখা যোগাযোগ করে আপনি অগ্রণী ব্যাংক এটিম কার্ড বা ডেবিট কার্ড গ্রহণ করতে পারবেন। এর জন্য আপনাকে অগ্রণী ব্যাংক এটিএম কার্ড প্রাপ্তির আবেদন করতে হবে।

কার্ড প্রাপ্তির পর অগ্রণী ব্যাংক এটিএম বুথ এর তালিকা থেকে যেকোন একটিতে অথবা কিউক্যাশ সুবিধা সম্পন্ন যেকোন এটিএম বুথ থেকে অর্থ উত্তোলণ করতে পারবেন।

লকার সেবা – Locker Service

গ্রাহকের গুরুত্বপূর্ণ নথিপত্র বা গহণা বা যেকোন প্রয়োজনীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ব্যাংকের রয়েছে লকার সার্ভিস বা লকার সেবা। এর মাধ্যমে গ্রাহক নির্দিষ্ট দিনের জন্য অগ্রণী ব্যাংকের লকার ভাড়া নিতে পারেন।

বর্তমানে শুধু অগ্রণী ব্যাংকের শহরের শাখা সমূহে লকার সেবা পাওয়া যাচ্ছে। তবে আশা করা যায় খুব শিগ্রই গ্রামের বা মফস্বলের শাখায় এই সেবা চালু করবে তারা।

ছোট, মাঝারি ও বড় এই তিন ধরণের লকার পাওয়া যায় অগ্রণী ব্যাংকে। ছোট আকারে লকারের ভাড়া বছরে ২০০০ টাকা, মাঝারি ২৫০০ টাকা এবং ৩০০০ টাকা ভাড়া প্রদান করতে হয়।

অগ্রণী ব্যাংকের লকার ভাড়া নেওয়ার নিয়ম জেনে আপনিও এই সেবাটি গ্রহণ করতে পারেন। এই বিষয়ে নিকটস্ত শাখায় যোগাযোগ করে দেখুন।

ইউটিলিটি বিল কালেকশান – Utility Bill Collection

অগ্রণী ব্যাংকের যেকোন শাখায় আপনি ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন। মুহুর্তের মধ্যেই আপনার বিল সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংগ্রহ করে নিবে।

Agrani Bank Utility Bill Collection ইউটিলিটি বিল কালেকশান সেবায় বর্তমানে বিদ্যুৎ বিল, পানির বিল ও গ্যাস বিল দেওয়া যায়। খুব শিগ্রই আরও কিছু সেবা তারা নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

অনলাইন ভ্যাট পেমেন্ট সেবা – VAT Online Payment Service

যারা সরকারি কোষাগারে ভ্যাট পেমেন্ট করতে চান তাদের জন্য এই ব্যাংকের আছে অনলাইন ভ্যাট পেমেন্ট সেবা – VAT Online Payment Service। এর মাধ্যমে আপনি সরকারি ভ্যাটের টাকা জমা দিতে পারবেন অনায়েসে।

সরকারি কোষাগারে রাজস্ব জমা প্রদানের জন্য সব ধরনের ভ্যাট অগ্রণী ব্যাংকের সকল শাখায় RTGS সিস্টেমের মাধ্যমে প্রদান করা হয়।

এ চালান – A Challan

অগ্রণী ব্যাংকের গ্রাহকগণ ঘরে বসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এসপিএফ এমএস, অর্থবিভাগ, অর্থমন্ত্রণালয় এর পরিচালিত স্বয়ংক্রিয় চালান পদ্ধতি (A Challan System) ব্যবহার করে সরকারি বিভিন্ন খাতে অর্থ পরিশোধ করতে পারেন।

এ চালান - A Challan
অগ্রণী ব্যাংক এ চালান পোর্টাল

এখন এ চালান – A Challan এর মাধ্যমেই পাসপোর্ট ফিসহ সরকারি অনেক সেবাদাতা প্রতিষ্ঠানের ফি গ্রহণ করে সরকার। অগ্রণী ব্যাংকের সকল শাখায় এ চালান A Challan এর মাধ্যমে সকল ফি পরিশোধ করার সুযোগ রেছেখে এই ব্যাংক।

১৮৪ টির বেশি ট্রেজারী চালান পরিশোধ করা যায় এই পদ্ধতিতে। বর্তমানে পাসপোর্ট ফি ও ইনকাম ট্যাক্স জমা দেওয়া যায়।

ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ড – Wage Earner’s Development Bond

প্রবাসে যেসকল বাংলাদেশী কাজ করে অর্থ উপার্জন করেন তাদের জন্য অগ্রণী ব্যাংকের আছে ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ড – Wage Earner’s Development Bond সুবিধা।

প্রবাসী বাংলাদেশীরা ২৫,০০০ টাকা, ৫০,০০০০ ‍টাকা অথবা ১০,০০,০০০ টাকা পরিমাণ ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে পারেন যা ১২% মুনাফাসহ মেয়াদ পূর্তিতে প্রদান করা হবে।

অগ্রণী ব্যাংক ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ড – Wage Earner’s Development Bond ক্রেতাদের জন্য মৃত্যু-ঝুঁকি বীমা সুবিধা পায়। এবং এটি থেকে প্রাপ্ত সুদ বা মুনাফা কর মুক্ত।

বিদেশে অগ্রণী ব্যাংকের শাখা অথবা বাংলাদেশ মিশন থেকে সহজেই ওয়েজ আর্নারস ডেভেলপমেন্ট বন্ড – Wage Earner’s Development Bond আবেদন ফরম নেওয়া যাবে এবং অর্থ জমা দেওয়া যাবে।

ডলার প্রিমিয়াম বন্ড – Dollar Premium Bond

বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকগণ অগ্রণী ব্যাংকে ডলার প্রিমিয়াম বন্ড – Dollar Premium Bond সুবিধা গ্রহণ করতে পারেন। এর মাধ্যমে বিদেশি বাংলাদেশ আছেন এমন ব্যক্তিরা আমেরিকান ডলারে প্রিমিয়াম ক্রয় করার সুযোগ পাবেন।

বছরের ২ বার মুনাফায় ৩ বছরের জন্য ডলার প্রিমিয়াম বন্ড – Dollar Premium Bond ক্রয় করা যায়। যা বাংলাদেশি আয়কর মুক্ত।

এই সুবিধা গ্রহণকারীরা প্রিমিয়াম এর মেয়াদ শেষ হয়ে গেলে বাংলাদেশি টাকা অথবা আমেরিকান ডলারে টাকা উত্তোলণ করতে পারেন। অগ্রণী ব্যাংক ডলার প্রিমিয়াম বন্ড – Dollar Premium Bond এর বার্ষিক সুদের হার ৭.৫%;

যদি কোনও গ্রাহক ১০,০০০ মার্কিন ডলারের বন্ড কিনে এবং তা মৃত্যুর আগ পর্যন্ত বৃদ্ধি করেন তাহলে সুনির্দিষ্ট শর্তাবলী মোতাবেক, মৃত্যুর ঝুঁকি সুবিধা হিসাবে তিনি বিনিয়োগের পরিমাণের ১৫% থেকে ২৫% সর্বাধিক ২,০০,০০০ / – টাকা পাবেন।

জাতীয় সঞ্চয়পত্র – National Savings Certificate

সঞ্চয়পত্র বাংলাদেশী নাগরিকদের থেকে সরকার কর্তৃক গৃহিত ঋণ। অগ্রণী ব্যাংকের গ্রাহকদের জন্য জাতীয় সঞ্চয়পত্র – National Savings Certificate কেনার সুযোগ সৃষ্টি করেছে কর্তৃপক্ষ।

অগ্রণী ব্যাংকের যেকোন শাখা থেকে সঞ্চয়পত্র বিক্রি ও নগদায়ন করা যায়। এ জন্য এই ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন। জাতীয় সঞ্চয়পত্র – National Savings Certificate না জেনে থাকলে এখান থেকে জেনে নিন।

নিরাপদে বেশি মুনাফায় সঞ্চয় করার জন্য বাংলাদেশী নাগরিকদের অন্যতম জনপ্রিয় হলো জাতীয় সঞ্চয়পত্র ক্রয় করা।

বিভিন্ন মেয়াদে এবং মুনাফা সঞ্চয়পত্র ক্রয় করা যায়। আপনি তাদের অফিসিয়াল পোর্টাল থেকে অথবা ব্যাংকের যেকোন শাখায় গিয়ে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারেন।

বর্তমানে ৪ ধরণের জাতীয় সঞ্চয়পত্র – National Savings Certificate স্কীম চালু আছে। এগুলো হলো – পাঁচ বছর মেয়াদী, ৩ বছর মেয়াদী, পরিবার সঞ্চয়পত্র, এবং পেশনশনার সঞ্চয়পত্র।

জীবন বীমা – Jiban Bima

অগ্রণী ব্যাংকের সকল শাখায় জীবন বীমা পলিসিধারীদের প্রিমিয়াম নগদ এবং অর্থ সংগ্রহ করা হয়। আপনি জীবন বীমা – Jiban Bima প্রিমিয়াম বা কিস্তি এই ব্যাংকের যেকোন শাখা জমা দিতে পারবেন। অগ্রণী ব্যাংকের গুরুত্বপূর্ণ সেবা Agrani Bank Important Services সমূহের মধ্যে এটি একটি অন্যতম সেবা।

4 thoughts on “অগ্রণী ব্যাংকের গুরুত্বপূর্ণ ১৫টি সেবা Agrani Bank 15 Important Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.