বাংলাদেশের সরকারি ব্যাংকগুলোর অন্যতম জনপ্রিয় সোনালী ব্যাংক ডিপিএস Sonali Bank DPS নিয়ে আজকে iBankHub এর পাঠকদের জানানোর চেষ্টা করবো। এখানে আমরা কাভার করার চেষ্টা করবো সোনালী ব্যাংকের ডিপিএস স্কীম গুলো কি কি, কত বছর মেয়াদ, কত টাকা মুনাফা পাবেন এবং কিভাবে সোনালী ব্যাংকে ডিপিএস করতে পারেন এইসব কিছু নিয়ে।
সঞ্চয়ের মানসিকতা আছে এমন মানুষদের কাছে বিভিন্ন ব্যাংকে ডিপিএস করার আগ্রহ দেখা যায়। একটা নির্ধারিত মেয়াদে মান্থলি ডিপোজিট করার মাধ্যমে ভালো মানের মুনাফা সহ এককালীন মোটা অংকের টাকা পাওয়া যায় এবং সেগুলো নিজের প্রয়োজনে ব্যবহার করার সুযোগ থাকে।
সোনালী ব্যাংক ডিপিএস
স্কিম রয়েছে সেগুলো বিভিন্ন মেয়াদে আমানত কারীদের সরকার প্রদত্ত হারে ডিপিএস রেট বা মুনাফা প্রদান করে থাকে। এর মধ্যে কয়েকটি স্কিম চক্রবৃদ্ধি এবং কয়েকটি আছে সরল হারে। সোনালী ব্যাংকে ডিপিএস এর স্কীমগুলো থেকে আপনি আপনার পছন্দের যেকোনো একটি স্কিম নিয়ে টাকা সঞ্চয় শুরু করতে পারেন।
সোনালী ব্যাংক আমানতকারীদের জন্য সর্বনিম্ন তিন বছর থেকে ২০ বছর পর্যন্ত ডিপিএস করার সুবিধা রেখেছে। বাংলাদেশের সকল সাধারণ নাগরিক এই ব্যাংকের ডিপিএস স্কিম সুবিধা গ্রহণ করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন।
Sonali Bank DPS Scheme
বর্তমানে সোনালী ব্যাংকের মোট নয়টি ডিপিএস সুবিধা রয়েছে। প্রত্যেকটি আমানত স্কিমের বিপরীতে তারা আকর্ষণীয় মুনাফা অফার করছে। এগুলো রয়েছে আলাদা আলাদা মেয়াদকাল এবং মুনাফার হয়।
চলুন এক নজরে সোনালী ব্যাংকের ডিপিএস স্কীমগুলো সম্পর্কে জেনে নিন এর পর এখানে প্রত্যেকটি ডিপোজিটের আলাদা আলাদা বিবরণ দেয়া থাকবে।
ক্রমিক নং | আমানত স্কীমের নাম | মেয়াদ |
০১ | সোনালী সঞ্চয় স্কিম | ০৫ বছর |
০২ | শিক্ষা সঞ্চয় স্কিম | ১০ বছর |
০৩ | চিকিৎসা সঞ্চয় স্কিম | ১০ বছর |
০৪ | পল্লী সঞ্চয় স্কিম | ০৭ বছর |
০৫ | বিবাহ সঞ্চয় স্কিম | ১০ বছর |
০৬ | অনিবাসী আমানত স্কিম | ০৫ বছর |
০৭ | সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম | ০৩-১৫ বছর |
০৮ | সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম | ০৩-২০ বছর |
০৯ | স্বাধীন সঞ্চয় স্কিম | ৫ অথবা ১০ বছর |
সোনালী ব্যাংক ডিপিএস করবেন যেভাবে
আপনি একজন বাংলাদেশী বৈধ নাগরিক হয়ে থাকলে সোনালী ব্যাংকের যে কোন একটি ডিপিএস পছন্দ করে সে অনুযায়ী সঞ্চয় করতে পারবেন।
এখানে ডিপিএস করার জন্য আপনাকে আপনার এন আইডি কার্ডের ফটোকপি এবং ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট সোনালী ব্যাংকের শাখায় যোগাযোগ করে ডিপিএস ফরম পূরণ করার মাধ্যমে সঞ্চয় শুরু করতে পারবেন।
সোনালী ব্যাংকে ডিপিএস করার জন্য আপনার যে সকল কাগজপত্র প্রয়োজন হবে-
চলুন এবার জেনে নেয়া যাক উপরুক্ত যে কোন একটি ডিপিএস করতে আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলো জেনে নেওয়া যাক-
১. আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র;
২. ডিপিএস আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি দুই কপি;
৩. যাকে নমিনি করতে চান তার জাতীয় পরিচয় পত্র;
৪. নমিনের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি;
৫. ইনকাম ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন সার্টিফিকেট;
উপরোক্ত তথ্যগুলো ছাড়াও সোনালী ব্যাংকে ডিপিএস সুবিধা চালু করার জন্য আপনাকে একটি নির্ধারিত ফরম পূরণ করতে হবে যা সংশ্লিষ্ট সোনালী ব্যাংক শাখায় গেলে পাওয়া যাবে।
সোনালী ব্যাংক ডিপিএস এর মেয়াদ
আপনি সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের সোনালী ব্যাংকের ডিপিএস করতে পারবেন। এখানে আমরা বিভিন্ন মেয়াদের সোনালী ব্যাংকের ডিপিএস স্কিনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
কোন মেয়াদে কোন ডিপোজিটটি আপনি করতে পারবেন সেটি ধারণা থাকলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
আপনার আয়-ব্যয়ের পর সঞ্চয় করার সক্ষমতা অনুযায়ী নির্ধারিত মেয়াদের ডিপিএস স্কিম বেছে নিয়ে সঞ্চয় করা শুরু করুন।

সোনালী ব্যাংক ডিপিএস ৩ বছর
সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত সোনালী ব্যাংকের দুটি ডিপিএস সুবিধা রয়েছে। এরমধ্যে একটির নাম সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম এবং অন্যটির নাম সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম।
তিন বছর মেয়াদে সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম করলে মাসিক ৮% হারে মুনাফা পাওয়া যাবে। সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম এর ক্ষেত্রে সেটি ০৬% করে মুনাফা দিবে।
এরমধ্যে অবসর সুবিধা ডিপিএস করতে পারবে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী যারা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন এবং মিলিয়নিয়ার ডিপিএস করতে পারবেন বাংলাদেশের সকল নাগরীক।
সোনালী ব্যাংক ডিপিএস ৫ বছর
এই ব্যাংকের পাঁচ বছর মেয়াদে মাসিক ডিপোজিট সুবিধা গুলোর মধ্যে রয়েছে সোনালী সঞ্চয় স্কিম, অনিবাসী আমানত স্কিম, অবসর সুবিধা, মিলিওনিয়ার স্কিম ও স্বাধীন সঞ্চয় স্কিম।
এর মধ্যে দুটো নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। সোনালী সঞ্চয় স্কিনে মাসিক সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে ডিপোজিট করতে পারবেন যা মেয়াদ শেষে আপনাকে ৬.৫০% চক্রবৃদ্ধি হারে মুনাফা প্রদান করা হবে।
অনিবাসী আমানত ইস্কিম সুবিধায় আপনি ৭% সরল সুদ মাসিক ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করার সুবিধা পাবেন যার সর্বোচ্চ মেয়াদ পাঁচ বছর হবে।
এটি বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি অসাধারণ সুবিধার মাধ্যমে তারা প্রবাস থেকেই সরাসরি ডিপোজিটের টাকা জমা করতে পারবে।
পাঁচ বছর মেয়াদি মাসিক ডিপোজিট স্কিমগুলোর মধ্যে এই ব্যাংকে আরেকটি ডিপিএস রয়েছে যার নাম স্বাধীন সঞ্চয় স্কিম। এর মাধ্যমে আপনি পাঁচ বছর অথবা ১০ বছরের এই দুটি মেয়াদের জন্য জমা করতে পারেন। এখানে প্রাথমিক জমা হিসেবে এক হাজার টাকা দিতে হবে যা সঞ্চয় হিসেবে মুনাফা থেকে ৩ পার্সেন্ট বেশি আপনাকে দেয়া হবে।
সোনালী ব্যাংক ডিপিএস ৭ বছর
সাত বছর মেয়াদী সোনালী ব্যাংকে যে সকল ডিপোজিট রয়েছে তার মধ্যে দুটো অবসর সঞ্চয় স্কিম, মিলিওনিয়ার স্কিম ও স্বাধীন সঞ্চয় স্কিম নিয়ে আমরা পূর্বেই জেনেছি।
গ্রামীণ জনগোষ্ঠীকে টার্গেট করে সোনালী ব্যাংক সাত বছর মেয়াদী একটি মাসিক সঞ্চয় স্কিম সুবিধা চালু করেছে যা পল্লী সঞ্চয় স্কিম নামে পরিচিত। সোনালী ব্যাংকের এই ডিপোজিট সুবিধায় আমানতকারী মাসিক কিস্তি ১০০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন এবং মেয়াদ শেষে তাদেরকে ৬ দশমিক ৫০% সরল মুনাফায় সুদে-আসলে ফেরত দেয়া হবে।
সোনালী ব্যাংক ডিপিএস ১০ বছর
১০ বছর মেয়াদী সোনালী ব্যাংকের ডিপিএস গুলোর মধ্যে রয়েছে শিক্ষা সঞ্চয়, চিকিৎসা সঞ্চয়, বিবাহ সঞ্চয়, স্বাধীন সঞ্চয়, মিলিওনিয়ার স্কিম, অবসর সঞ্চয় স্কিম। এরমধ্যে অনেকগুলো আমরা আলোচনা করে ফেলেছি বাকিগুলো আমরা এখন জানবো।
শিক্ষা সঞ্চয় স্কিম এর মাধ্যমে মাসিক ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারবেন যা মেয়াদ শেষে আপনাকে ৬.৫০ চক্রবৃদ্ধি হারে সুদে-আসলে ফেরত দেয়া হবে। সন্তানদের শিক্ষার সুযোগটি নিশ্চিত করার জন্য এই ডিপিএস সুবিধাটি অনেক বেশি কার্যকর।
অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বা মারাত্মক কোন রোগে অনেকের চিকিৎসায় প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়। আমরা কেউ জানিনা কার কখন চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হবে। তবে ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আপনি সোনালী ব্যাংকের চিকিৎসা সঞ্চয় স্কিমের মাধ্যমে মাসিক ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা জমা করে দশ বছরে ৬৫% চক্রবৃদ্ধি হারে মুনাফায় লাভবান হতে পারে।
বিবাহকালীন মেটানোর জন্য সোনালী ব্যাংকের অসাধারণ একটি ডিপিএস স্কিমের নাম বিবাহ সঞ্চয় স্কিম ৬.৫০ চক্রবৃদ্ধি মুনাফা মাসিক ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৬০০০, ৭০০০, ৮০০০, ৯০০০ এবং ১০,০০০ টাকা ডিপিএস করে সেই সুবিধাটি নিতে পারেন।
সোনালী ব্যাংক ডিপিএস ১৫ বছর ও ২০ বছর
সর্বোচ্চ ১৫ বছর মেয়াদি সোনালী ব্যাংকের সোনালী ব্যাংক অবসর সুবিধা স্কিম সম্পর্কে আমরা এর আগেই আলোচনা করেছি। সর্বোচ্চ ১৫ বছর মেয়াদি সোনালী ব্যাংকের সোনালী ব্যাংক অবসর সুবিধা স্কিম সম্পর্কে আমরা এর আগেই আলোচনা করেছি। সে সাথে রয়েছে ২০ বছর মেয়াদে সোনালী ব্যাংকের ডিপিএস সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম।
সোনালী ব্যাংক ডিপিএস রেট ২০২৩
এর আগে যদিও আমরা বিভিন্ন মেয়াদের সোনালী ব্যাংকের বিভিন্ন ডিপিএস সম্পর্কে জেনেছি তবুও এক নজরে সোনালী ব্যাংক ডিপিএস এর রেট সম্পর্কে জেনে নেই যা ২০২৩ সালের জন্য ঘোষিত হয়েছে।
মিক নং | আমানত স্কীমের নাম | মুনাফার হার (০৪ অক্টোবর ২০২১ তারিখ থেকে) |
০১ | সোনালী সঞ্চয় স্কিম | ৬.৫০% (চক্রবৃদ্ধি) |
০২ | শিক্ষা সঞ্চয় স্কিম | ৬.৫০% (চক্রবৃদ্ধি ) |
০৩ | চিকিৎসা সঞ্চয় স্কিম | ৬.৫০% (চক্রবৃদ্ধি ) |
০৪ | পল্লী সঞ্চয় স্কিম | ৬.৫০% (সরল হার) |
০৫ | বিবাহ সঞ্চয় স্কিম | ৬.৫০% (চক্রবৃদ্ধি) |
০৬ | অনিবাসী আমানত স্কিম | ৭.০০% (সরল হার) |
০৭ | সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম | ৮.০০% (সরল হার) |
০৮ | সোনালী ব্যাংক মিলিওনিয়ার স্কিম | ৬.০০% (চক্রবৃদ্ধি ০৪ থেকে ০৮ বছর মেয়াদী) ৬.৫০% (চক্রবৃদ্ধি ০৯ থেকে ১৪ বছর মেয়াদী) ৭.০০% (চক্রবৃদ্ধি ১৫ থেকে ২০ বছর মেয়াদী) |
০৯ | স্বাধীন সঞ্চয় স্কিম | সঞ্চয়ী হিসাবে বিদ্যমান মুনাফা হারের অতিরিক্ত ৩% |
সোনালী ব্যাংক ডিপিএস খোলার নিয়ম
বাংলাদেশের যে কোন নাগরিক যাদের বৈধ জাতীয় পরিচয় পত্র রয়েছে তারা চাইলেই সোনালী ব্যাংকের যেকোনো একটি শাখায় সরাসরি গিয়ে সোনালী ব্যাংক ডিপিএস খুলতে পারেন।
খুব শীঘ্রই হয়তো সোনালী ব্যাংক অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সরাসরি dps জমা দেওয়া বা ডিপিএস একাউন্ট খোলার সুযোগ প্রদান করবে তবে এর আগ পর্যন্ত আপনাকে সরাসরি তাদের শাখায় গিয়ে ডিপিএস খুলতে হবে।
সোনালী ব্যাংকে ডিপিএস সুবিধা চালু করার জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ শাখায় গিয়ে সরাসরি ম্যানেজার অথবা ডিপিএস চালু করেন এমন officer এর সাথে যোগাযোগ করে নিন।
প্রিয় পাঠক আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি সোনালী ব্যাংকের ডিপিএস রেট, বিভিন্ন প্রকার ডিপিএস এর মেয়াদকাল এবং কিভাবে ডিপিএস চালু করবেন সে বিষয়ে অবগত হয়েছেন। নিয়মিত ব্যাংক রিলেটেড বিভিন্ন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।
1 Comment
Pingback: প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল রূপালী ব্যাংক লিমিটেড - iBankHub